সর্বপ্রথম যে উফশি ধান এদেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হেলো–
- বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হলো ধান।
- আবাদি জমির ৭০ ভাগ জমিতে ধান চাষ করা হয়।
- বাংলাদেশে হাইব্রিড ধান উৎপাদন করা শুরু হয়েছে ১৯৯৮ সালের ডিসেম্বর থেকে।
- যেকোন ফসলের উচ্চ ফলনশীল প্রজাতিকে সংক্ষেপে বলা হয় উফশী।
- সর্বপ্রথম ইরি-৮ উফশি ধান চালু হয়ে এখনো বর্তমান আছে।
- বাংলাদেশে উৎপাদিত উন্নত ধান হলো- ময়না, হরিধান, ইরাটম, দুলাভোগ, আশা, প্রগতি, মুক্তা, চান্দিনাম, মালাইরি, ব্রিশাইল, অঘনিবোরা ইত্যাদি।
- ময়মনসিংহে সব থেকে ধান বেশি হয়।
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ধানের জাতের সংখ্যা ১০৬টি।
- বাংলাদেশে বেশি উৎপাদিত হয় বোরো ধান।
Related Questions
- ভূ-পৃষ্ঠের কোন নির্দিষ্ট পরিমাণ স্থানের উপর বায়ু যে পরিমাণ চাপ প্রদান করে তাকে বায়ুর চাপ বলে।
- সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে বেশি।
- যার পরিমাণ প্রতি বর্গ সেন্টিমিটারে ১০ নিউটন বা ৭৬ সেন্টিমিটার।
ধান, গম, ঘাস জাতীয় উদ্ভিদের পরাগায়ন ঘটে বাতাসের সাহায্যে। বেশির ভাগ ফুলের পারাগায়ন ঘটে পতঙ্গের মাধ্যমে। শিমুল, কদম জাতীয় উদ্ভিদের পরাগায়ন ঘটে প্রাণীর মাধ্যমে।
১ মিটার সমান ৩৯.৩৭ ইঞ্চি।
এই রূপান্তরের জন্য, ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি।
ঘড়ির সম্পূর্ণ কেন্দ্রে তথা ১২ ঘন্টায় ঘন্টার কাটার অতিক্রান্ত কোণের পরিমান ৩৬০ ডিগ্রী,
অর্থাৎ প্রত্যেক এক ঘন্টায় ঘন্টার কাটা অগ্রসর হয় ৩৬০/১২ বা ৩০ ডিগ্রী।
অতএব ১৫ মিনিটে ঘন্টার কাটা অগ্রসর হবে ৩০/৪ = ৭.৫ ডিগ্রী।
এখন, ২ঃ১৫ বাজে ঘন্টার কাটার অবস্থান ২*৩০ + ৭.৫ = ৬৭.৫ ডিগ্রীতে,
এবং মিনিটের কাটার অবস্থান ৩*৩০ = ৯০ ডিগ্রীতে।
অতএব এদের মধ্যকার পার্থক্য = ৯০ - ৬৭.৫ = ২২.৫ ডিগ্রী
সঠিক উত্তর হবেঃ ২২.৫ ডিগ্রী
x+3) (x-3)=x²-3²=x²-9
এখন , x²-6)x²-9(1
x²-6
(-) (+)
____________
-3
a³−b³=513
⇒(a−b)³+3ab (a−b) =513
⇒(3)³ +3ab ×3=513
⇒9ab =513−27
⇒ab=486/9
.'. ab=54
জব সলুশন