আন্তর্জাতিক রোটারী সংস্থার প্রতিষ্ঠাতা–
রোটারি ইন্টারন্যাশনাল:
প্রতিষ্ঠা:
তারিখ: ২৩ ফেব্রুয়ারি, ১৯০৫ সালে
প্রতিষ্ঠাতা: মার্কিন আইনজীবী পল পি হ্যারিস
সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের সিকাগো শহরে
অন্যান্য তথ্য:
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:
প্রতিষ্ঠা: ১৯৬১ সালে
প্রতিষ্ঠাতা: পিটার বেনেনসন
সদর দপ্তর: যুক্তরাজ্যের লন্ডন শহরে
লক্ষ্য: মানবাধিকার সংরক্ষণ
পুরস্কার: ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার
আন্তর্জাতিক রেডক্রস:
প্রতিষ্ঠাতা: হেনরি ডুনান্ট
লায়ন্স ক্লাব:
প্রতিষ্ঠাতা: মেলভিন জোন্স
Related Questions
- আফটা (AFTA-ASEAN Free Trade Area ) হলো আসিয়ানের একটি চুক্তি যা সকল এশীয় দেশের দেশের মধ্যকার বাণিজ্য ও উৎপাদন সহযোগিতার জন্য করা হয়।
- এশীয় দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চালু করাই এর উদ্দেশ্য ছিলো।
- ২৮ জানুয়ারী ১৯৯২ সালে সিঙ্গাপুরে এটি স্বাক্ষর করা হয়।
সর্বশেষ ৩২তম অলিম্পিক ২০২০ সালে অনুষ্ঠিত হয় টোকিও, জাপান এ।
৩৩তম অলিম্পিক ২০২৪ সালে অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিস এ।
- ভারত, পাকিস্থান ও নেপালের মুদ্রার নাম রুপী।
- মালদ্বীপ ও ইন্দোনেশিয়ার মুদ্রার নাম রুপাইয়া।
- মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, অষ্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, কানাডার মুদ্রার নাম ডলার।
- যুক্তরাজ্য, লেবানন, সিরিয়া, সুদানের মুদ্রার নাম পাউন্ড।
এডেন (Aden) শহরটি ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর এবং এটি এডেন উপসাগরের উপকূলে অবস্থিত। ঐতিহাসিকভাবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর।
জেরুজালেম বিশ্বের প্রধান তিনটি ধর্মের পবিত্র স্থান। ফলে শহরটির ধর্মীয় গুরুত্বও তাৎপর্যপূর্ণ। ১৯৬৭ সালে জেরুজালেম অবৈধভাবে দখল করে ইসরায়েল।
জিম্বাবুয়ের রাজধানী হারারের পূর্বনাম সলসব্যারী। পক্ষান্তরে রোডেসিয়া হলো জিম্বাবুয়ের, জায়ার হলো ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর পূর্ব নাম ।
জব সলুশন