‘হারারে’-এর পুরাতন নাম–
জিম্বাবুয়ের রাজধানী হারারের পূর্বনাম সলসব্যারী। পক্ষান্তরে রোডেসিয়া হলো জিম্বাবুয়ের, জায়ার হলো ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর পূর্ব নাম ।
Related Questions
ওডারনীস নদী উত্তর মধ্য ইউরোপের একটি নদী এবং একটি গুরুত্বপূর্ণ পরিবহন পথ। এটি চেক প্রজাতন্ত্রের ওলোমুকের কাছে উৎপত্তি লাভ করে উত্তর - পূর্বে প্রবাহিত হয়ে পোল্যান্ডে প্রবেশ করেছে এবং দেশটির দ্বিতীয় দীর্ঘতম নদী হিসেবে রাসিবর্জ, ওপোলে, রোকলভ এবং কোস্ত্রজিনের পাশ দিয়ে প্রবাহিত হয়ে সজেসিনের কাছে বাল্টিক সাগরে পতিত হয়েছে।
ইসলামি ব্যাংকিং আল - কুরআনএর বিধিবিধান অনুসরণ করে পরিচালিত একটি নতুন ধরনের ব্যাংকিং ব্যবস্থা যাতে সুদ এবং সুদের বিনিময়ে ধার ও ঋণের লেনদেন নিষিদ্ধ।
জাতিসংঘ দিবস প্রতি বছর ২৪ অক্টোবর পালিত হয়। এই দিনে ১৯৪৫ সালে জাতিসংঘের সনদ কার্যকর হয়েছিল এবং সংস্থাটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
জব সলুশন