পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক–

ক) ভারতচন্দ্র রায়
খ) দৌলত কাজী
গ) সৈয়দ হামজা
ঘ) আব্দুল হাকিম
বিস্তারিত ব্যাখ্যা:
সৈয়দ হামজা সপ্তদশ শতাব্দীর একজন বাঙালি কবি ও সাহিত্যিক। তিনি পুথিঁ সাহিত্যিক হিসেবে সমধিক পরিচিত।
পুঁথি সাহিত্যের কবি
সৈয়দ হামজা, ফকির গরীবুল্লাহ ,আমির হামজা, কৃষ্ণ রাম দাস , মালে মুহাম্মদ, মোহাম্মদ খাতির আব্দুর রহিম বিশেষভাবে উল্লেখযোগ্য ।

Related Questions

ক) মুহম্মদ আব্দুল হাই
খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ) আবুল মনসুর আহমদ
ঘ) আতাউর রহমান খান
Note :

খেলাফত ও অসহযোগ আন্দোলন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সময়কাল পর্যন্ত প্রতিটি ঘটনার প্রত্যক্ষদর্শী ও সক্রিয় কর্মী আবুল মনসুর আহমদ রচিত স্মৃতিকথামূলক রাজনীতি বিষয়ক গ্রন্থ 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' (১৯৬৯)। বইটিতে খেলাফত ও অসহযোগ আন্দোলন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে।

তাঁর রচিত উপন্যাস:
‘সত্যমিথ্যা' (১৯৫৩),
'জীবনক্ষুধা' (১৯৫৫),
‘আবে হায়াত' (১৯৬৮);

গল্পগ্রন্থ: 'আয়না' (১৯৩৫), 'ফুড কনফারেন্স' (১৯৪৪), ‘আসমানী পর্দা' (১৯৬৪)।

ক) মুহম্মদ আব্দুল হাই
খ) মোঃ বরকতউল্লাহ
গ) মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) মওলানা আকরম খাঁ
Note :

'মোস্তফা চরিত' (বা 'মোস্তফা চরিত') গ্রন্থের রচয়িতা হলেন মওলানা আকরম খাঁ। এটি হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী নিয়ে লেখা একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ।

 

ক) ৮
খ) ৬
গ) ১০
ঘ) ৫
Note :

'বিশ্ব সাক্ষরতা দিবস' ৮ সেপ্টেম্বর।

ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ১৪ তম অধিবেশনে ১৯৬৬ সালের ২৬ অক্টোবর ইউনেস্কো কর্তৃক ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করা হয়।

এটি ১৯৬৭ সালে প্রথমবারের মতো উদযাপিত হয়েছিল। এর লক্ষ্য ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। বেশ কয়েকটি দেশে এ দিবস উদযাপিত হয়।

ক) ক্ষমার্হ
খ) ক্ষমাপ্রার্থী
গ) ক্ষমা
ঘ) ক্ষমাপ্রদ
Note :

ক্ষমার অযোগ্য — ক্ষমার্য।

"ক্ষমার যোগ্য" - ক্ষমার্হ।

ক) নির্ভয়
খ) বিস্ময়
গ) প্রত্যয়
ঘ) দ্বিধা
Note :

”সংশয়” এর বিপরীতার্থক শব্দ প্রত্যয়।

সংশয় শব্দের অর্থ: সন্দেহ, দ্বিধা। তাই সংশয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়।

ক) নিষ্ঠা
খ) সদাচার
গ) সততা
ঘ) সংযম
Note :

'শিষ্টাচার' - - এর সমার্থক শব্দ: শোভনতা, উপযুক্ততা, আদব, শালীনতা, সদাচার , শিষ্টতা, শোভনতা, সৌজন্য, যথাযোগ্য আচরণ.।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন