----- সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। শূন্য স্থানপূরণ করুন
'বিশ্ব সাক্ষরতা দিবস' ৮ সেপ্টেম্বর।
ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ১৪ তম অধিবেশনে ১৯৬৬ সালের ২৬ অক্টোবর ইউনেস্কো কর্তৃক ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করা হয়।
এটি ১৯৬৭ সালে প্রথমবারের মতো উদযাপিত হয়েছিল। এর লক্ষ্য ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। বেশ কয়েকটি দেশে এ দিবস উদযাপিত হয়।
Related Questions
ক্ষমার অযোগ্য — ক্ষমার্য।
"ক্ষমার যোগ্য" - ক্ষমার্হ।
”সংশয়” এর বিপরীতার্থক শব্দ প্রত্যয়।
সংশয় শব্দের অর্থ: সন্দেহ, দ্বিধা। তাই সংশয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়।
'শিষ্টাচার' - - এর সমার্থক শব্দ: শোভনতা, উপযুক্ততা, আদব, শালীনতা, সদাচার , শিষ্টতা, শোভনতা, সৌজন্য, যথাযোগ্য আচরণ.।
সঠিক বাক্য - একটি গোপনীয় কথা বলি।
বাক্যটি সঠিক। কারণ এখানে সাধু ও চলিত রীতির মিশ্রণ নেই অর্থাৎ বাক্যটি গুরুচণ্ডালী দোষমুক্ত। আবার, গোপনীয় কথাটি বিশেষণ যা বিশেষ্য এর পরে বসেছে। তাই বাক্যটি সঠিক।
বিহারীলাল চক্রবর্তী (২১ মে, ১৮৩৫ - ২৪ মে, ১৮৯৪) বাংলা ভাষার কবি। বাংলা সাহিত্যের প্রথম গীতি - কবি হিসেবে তিনি সুপরিচিত। রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য - ধারার 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন। তার সব কাব্যই বিশুদ্ধ গীতিকাব্য। মনোবীণার নিভৃত ঝংকারে তার কাব্যের সৃষ্টি। বাঙালি কবি মানসের বহির্মুখী দৃষ্টিকে অন্তর্মুখী করার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। অতি অল্পকালের ভিতরে তিনি বাংলা কবিতার প্রচলিত ধারার পরিবর্তন ঘটিয়ে নিবিড় অনুভূতি প্রকাশের মাধ্যমে গীতিকবিতার ধারা চালু করেন। এ বিষয়ে তিনি সংস্কৃত ও ইংরেজি সাহিত্যের মাধ্যমে গভীরভাবে প্রভাবিত হন। বিহারীলাল তার কবিতায় ভাবের আধিক্যকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন। প্রকৃতি ও প্রেম, সংগীতের উপস্থিতি, সহজ - সরল ভাষা বিহারীলালের কবিতাকে দিয়েছে আলাদাধারার বৈশিষ্ট্য।
মতিচুর প্রথম খণ্ড, মতিচুর দ্বিতীয় খণ্ড, পদ্মরাগ, সুলতানার স্বপ্ন, অবরোধবাসিনী--ইত্যাদি বেগম রোকেয়া রচিত গ্রন্থ।
জব সলুশন