দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ –

ক) বিদ্যুৎ এর অপচয় কম হয়
খ) পথে কমে গিয়েও প্রয়োজনীয় ভোল্টেজ বজায় থাকে
গ) অধিক বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়
ঘ) প্রয়োজন মত ভোল্টেজ কমিয়ে ব্যবহার করা যায়
বিস্তারিত ব্যাখ্যা:

হাই ভোল্টেজ ব্যবহার করার জন্যে রোধের ব্যবহার কম করতে হয়। রোধের ব্যবহার কম করার জন্যে বিদ্যুত অপচয় কম হয়।

Related Questions

ক) তামার দন্ড ও দস্তার পাত
খ) তামার পাত ও দস্তার পাত
গ) কার্বন দন্ড ও দস্তার কৌটা
ঘ) তামার দন্ড ও দস্তার কৌটা
Note :

ড্রাইসেলের উপাদান হল অ্যামোনিয়াম ক্লোরাইড এর পেস্ট, কার্বন দন্ড, দস্তার তৈরি পাত্র , ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড , কয়লার গুড়া, পিতলের টুপি এবং শক্ত কাগজ। ড্রাইসেলের ইলেক্ট্রোড হিসেবে রয়েছে কার্বন দন্ড ও দস্তার কৌটা।

ক) আয়োডিন
খ) ভিটামিন
গ) লৌহ
ঘ) ক্যালসিয়াম
Note :

কচু শাক বিশেষভাবে পরিচিত এর উচ্চ লৌহের পরিমাণের জন্য। এটি শরীরে রক্তস্বল্পতা প্রতিরোধে এবং হিমোগ্লোবিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োডিন): কচু শাকে আয়োডিনের উল্লেখযোগ্য উপস্থিতি সাধারণত পাওয়া যায় না। আয়োডিন প্রধানত সামুদ্রিক মাছ, দুগ্ধজাত পণ্য এবং আয়োডিনযুক্ত লবণে পাওয়া যায়।

ভিটামিন): কচু শাকে বিভিন্ন ভিটামিন (যেমন ভিটামিন এ, সি, এবং কিছু বি ভিটামিন) থাকলেও, এটি মূলত তার খনিজ উপাদানের জন্য, বিশেষ করে লৌহের জন্য পরিচিত। তাই "ভিটামিন" কে নির্দিষ্ট করে প্রধান উপাদান বলা যায় না।

ক্যালসিয়াম): কচু শাকে ক্যালসিয়ামও থাকে, তবে লৌহের পরিমাণের তুলনায় তা কম। এই দুটি খনিজ উপাদানের মধ্যে লৌহই কচু শাকে সবচেয়ে বেশি পরিমাণে থাকে।

ক) মাঝে মাঝে পানির উপর নাক তুলে
খ) পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন বিশ্লিষ্ট করে
গ) পটকার মধ্যে জমানো বাতাস হতে
ঘ) পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে
Note :

পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে মাছ ফুলকার সাহায্যে অক্সিজেন নেয়। 

তবে তিমি শুশুক ডলফিন সরাসরি বাতাসের থেকে অক্সিজেন গ্রহণ করে।

ক) মূল মধ্যরেখা
খ) কর্কটক্রান্তি রেখা
গ) মকরক্রান্তি রেখা
ঘ) আন্তর্জাতিক তারিখ রেখা
Note :

- নিরক্ষরেখার ২৩.৫০⁰ উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি এবং ২৩.৫০⁰ দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলে।
- বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে।
- লন্ডনে গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে উত্তরমেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলা হয়।

ক) লাল, হলুদ, সবুজ
খ) লাল, কমলা , বেগুণী
গ) হলুদ, সবুজ , নীল
ঘ) লাল, নীল, সবুজ
Note :

আলোর প্রাথমিক বা মৌলিক বর্ণ ৩ টি।
- লাল
- নীল/আসমানী
- সবুজ
এই তিনটি রং ব্যবহার করে রঙিন টেলিভিশনে সকল ধরনের ছবি ফুটিয়ে তোলা হয়।

ক) রান্নার জন্য শুধু তাপ নয়, চাপও কাজে লাগে
খ) বন্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
গ) উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
ঘ) সঞ্চিত বাষ্পের তাপ দ্রুত রান্নায় সহায়তা করে
Note :

বায়ুর চাপ যতো বৃদ্ধি পায় পানি বা তরলের ষ্ফুটনাষ্ক তত বৃদ্ধি পায় । প্রেসার কুকারে বাষ্পের বহির্গমন নিয়ন্ত্রণ করার মাধ্যমে অভ্যন্তরীণ চাপ বৃদ্ধির ফলে পানি ১২০o C বা আরো বেশি উষ্ণতায় ফুটানো যায়

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন