নিচের কোন সংখ্যাটি মৌলিক

ক) ৯১
খ) ১৪৩
গ) ৪৭
ঘ) ৮৭
বিস্তারিত ব্যাখ্যা:

 মৌলিক সংখ্যা হল - ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭, ১০১

Related Questions

ক) ইতালি
খ) স্পেন
গ) তুরস্ক
ঘ) গ্রীস
Note :

ট্রয় একটি কিংবদন্তির শহর যাকে কেন্দ্র করে বিখ্যাত ট্রয় যুদ্ধ সংঘটিত হয়েছিলো। ট্রয় নগরী বর্তমান তুরস্কের আনাতোলিয়া অঞ্চলের হিলারসিক নামক স্থানে অবস্থিত । ১৮৬৫ সালে ইংরেজ প্রত্নতত্ত্ববিদ ফ্রাঙ্ক কার্লভার্ট সর্বপ্রথম ট্রয় নগরীর সন্ধান পান। খনন কাজ শুরু হয় ১৮৭০ সালে । ১৯৯৮ সালে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয় ।

ক) ইরান
খ) ইরাক
গ) মিশর
ঘ) সিরিয়া
Note :

ব্যবিলনের ঝুলন্ত উদ্যান - ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে ৬০০ অব্দে নির্মিত।

সম্রাট নেবুচাঁদের সম্রাজ্ঞীর প্রেরণায় এটি নির্মাণ করেন।

ক) ইউনিটা
খ) সান্ডিনিস্টা
গ) কন্ট্রা
ঘ) সোয়াপো
Note :

নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম - কন্ট্রা।

ক) ওয়াশিংটন
খ) মস্কো
গ) লন্ডন
ঘ) নিউইয়র্ক
Note :

IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি ।

১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের ব্রেটন উডসে প্রতিষ্ঠিত হয়ে ১ মার্চ ১৯৪৭ কার্যক্রম শুরু করা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF - এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত । সংস্থাটি স্বল্প আয়ের দেশে সুবিধাজনক ঋণ সহায়তা দিয়ে থাকে ।

ক) ১৯৪৫ সালের আগষ্ট মাসে
খ) ১৯৪৫ সালের মে মাসে
গ) ১৯৪৪ সালের সেপ্টম্বর মাসে
ঘ) ১৯৪৪ সালের আগষ্ট মাসে
Note :

১৯৪৫ সালের ৬ আগস্ট পৃথিবী দেখল নির্মমতার চূড়ান্ত দৃশ্যটি।  বিশ্বে প্রথমবারের মতো মানুষের ওপর ফেলা হয় পারমাণবিক বোমা।  পারমাণবিক বোমার ভয়াবহতা ছিল কল্পনাতীত।  জাপানের হিরোশিমা শহরে সকাল সাড়ে ৮টায় যখন বোমারু বিমান থেকে 'লিটল বয়' নামের পারমাণবিক বোমাটি ফেলা হয় তখন চোখের পলকে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা শহর।

ক) কাশাভুবু
খ) প্যাট্রিক লুমুম্বা
গ) শোম্বে
ঘ) মবুতু
Note : প্যাট্রিস লুলুম্বা স্বাধীন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রথম প্রধানমন্ত্রী এবং আফ্রিকার জাতীয়তাবাদী আন্দোলনের নেতা। লুলুম্বার নেতৃত্বে প্রবল আন্দোলনের মুখে ১৯৬০ সালে বেলজিয়ানরা কঙ্গোকে স্বাধীনতা দিতে বাধ্য হয়। প্যাট্রিস লুলুম্বা হয়ে ওঠেন আফ্রিকার নিষ্পেষিত জনগণের সংগ্রাম আর মুক্তির প্রতীক।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন