ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?
ট্রয় একটি কিংবদন্তির শহর যাকে কেন্দ্র করে বিখ্যাত ট্রয় যুদ্ধ সংঘটিত হয়েছিলো। ট্রয় নগরী বর্তমান তুরস্কের আনাতোলিয়া অঞ্চলের হিলারসিক নামক স্থানে অবস্থিত । ১৮৬৫ সালে ইংরেজ প্রত্নতত্ত্ববিদ ফ্রাঙ্ক কার্লভার্ট সর্বপ্রথম ট্রয় নগরীর সন্ধান পান। খনন কাজ শুরু হয় ১৮৭০ সালে । ১৯৯৮ সালে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয় ।
Related Questions
ব্যবিলনের ঝুলন্ত উদ্যান - ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে ৬০০ অব্দে নির্মিত।
সম্রাট নেবুচাঁদের সম্রাজ্ঞীর প্রেরণায় এটি নির্মাণ করেন।
নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম - কন্ট্রা।
IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি ।
১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের ব্রেটন উডসে প্রতিষ্ঠিত হয়ে ১ মার্চ ১৯৪৭ কার্যক্রম শুরু করা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF - এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত । সংস্থাটি স্বল্প আয়ের দেশে সুবিধাজনক ঋণ সহায়তা দিয়ে থাকে ।
১৯৪৫ সালের ৬ আগস্ট পৃথিবী দেখল নির্মমতার চূড়ান্ত দৃশ্যটি। বিশ্বে প্রথমবারের মতো মানুষের ওপর ফেলা হয় পারমাণবিক বোমা। পারমাণবিক বোমার ভয়াবহতা ছিল কল্পনাতীত। জাপানের হিরোশিমা শহরে সকাল সাড়ে ৮টায় যখন বোমারু বিমান থেকে 'লিটল বয়' নামের পারমাণবিক বোমাটি ফেলা হয় তখন চোখের পলকে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা শহর।
১৯৪৫ সালের মে মাসে হিটলার আত্মহত্যা করলে জার্মানির পতন ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে জার্মানি ৯ এপ্রিল সোভিয়েত জেনারেল জর্জ জোকভের নিকট আত্মসমর্পণ করে।
জব সলুশন