যে দেশ এস.ডি.আই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে –
এসডিআই (SDI)এর পূর্ণরূপ হল-Strategic Defence Initiative বা কৌশলগত প্রতিরক্ষা উদ্যোগ। যুক্তরাষ্ট্র এসডিআই (SDI) প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে।
Related Questions
- ইসলামি সম্মেলন সংস্থা (OIC) প্রতিষ্ঠিত হয় ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে।
- ২০১১ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ইসলামি সহযোগিতা সংস্থা (OIC) ।
- OIC’র সদর দপ্তর বা সচিবালয় সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
# জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে = = সভাপতি
# জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায় = = লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে।
# জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয় = = ১ বছরের জন্য ।
# জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় = = সেপ্টম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
ট্রিগভে হাভডেন লি জাতিসংঘের প্রথম মহাসচিব। ১৯৪৬ সালের ২ ফেব্রুয়ারি তিনি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৫২ সালের ১০ নভেম্বর পর্যন্ত এই পদে বহাল থাকেন। ট্রিগভে লি নরওয়ের নাগরিক ছিলেন।
কোরিয়া যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সাবেক সেভিয়েত ইউনিয়নের মধ্যে বৈরি সম্পর্কের জন্য পদত্যাগ করেন।
ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশন (PLO)-এর সদর দপ্তর রামাল্লায় অবস্থিত। রামাল্লা পশ্চিম তীরের একটি প্রধান শহর এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রশাসনিক কেন্দ্র।
রাবাত): রাবাত মরক্কোর রাজধানী ।
বেনগাজি): বেনগাজি লিবিয়ার একটি শহর ।
মরক্কো): মরক্কো একটি দেশ, কোনো নির্দিষ্ট শহর নয় যেখানে পিএলও-এর সদর দপ্তর অবস্থিত। পিএলও-এর সদর দপ্তর ফিলিস্তিনের ভূখণ্ডে অবস্থিত।
জব সলুশন