‘ছড়ালে’ এর সাধু রূপ-
ক) ছড়াইলে
খ) বাজিলে
গ) ব্যাপ্ত হইলে
ঘ) ছড়াইয়া দিলে
বিস্তারিত ব্যাখ্যা:
চলিত ‘ছড়ালে’ এর সাধু রূপ ‘ছড়াইলে’।
Related Questions
ক) পার হয়ে
খ) পারায়
গ) পেরিয়ে
ঘ) পার হইয়ে
Note : ‘পার হইয়া’ এর চলিত রূপ ‘পেরিয়ে’।
ক) খাচ্ছিল
খ) খাইয়েছিল
গ) খেয়েছিল
ঘ) খাইয়াছিল
Note : সাধু ‘খাওয়াইয়াছিল’ এর চলিত রূপ ‘খাওয়াজ্ছিল’ বা ‘খাইয়েছিল’। সাধারণত ‘খাইয়েছিল’ সঠিক।
ক) দেখে
খ) দেখিল
গ) দেখিয়াছি
ঘ) দেখাইয়া
Note : সাধু ক্রিয়া ‘দেখিয়া’ এর চলিত রূপ ‘দেখে’।
ক) চকিত হয়ে
খ) চকিত হইয়া
গ) চকিতে
ঘ) চমকে
Note : ‘চকিত হইয়া’ মানে হঠাৎ চমকে যাওয়া। চলিত ভাষায় ‘চমকে’ শব্দটি এর ভাব প্রকাশ করে।
ক) হইল; তারা
খ) তুলা; বনা
গ) শুল্ক; মাথা
ঘ) তাঁরা; ওকে
Note : ‘তুলা’ (তুলো-র সাধু রূপ) এবং ‘বনা’ (বুনো-র সাধু রূপ হতে পারে বা টাইপো)। সাধারণত ক্রিয়া ও সর্বনামে সাধু রীতি চেনা যায়।
ক) বুনো
খ) বুনো
গ) বনো
ঘ) বনা
Note : ‘বন্য’ এর তদ্ভব বা চলিত রূপ হলো ‘বুনো’ (যেমন- বুনো ফুল)।
জব সলুশন