‘খাওয়াইয়াছিল’ সাধু ক্রিয়াপদের চলিত রূপ-

ক) খাচ্ছিল
খ) খাইয়েছিল
গ) খেয়েছিল
ঘ) খাইয়াছিল
বিস্তারিত ব্যাখ্যা:
সাধু ‘খাওয়াইয়াছিল’ এর চলিত রূপ ‘খাওয়াজ্ছিল’ বা ‘খাইয়েছিল’। সাধারণত ‘খাইয়েছিল’ সঠিক।

Related Questions

ক) দেখে
খ) দেখিল
গ) দেখিয়াছি
ঘ) দেখাইয়া
Note : সাধু ক্রিয়া ‘দেখিয়া’ এর চলিত রূপ ‘দেখে’।
ক) চকিত হয়ে
খ) চকিত হইয়া
গ) চকিতে
ঘ) চমকে
Note : ‘চকিত হইয়া’ মানে হঠাৎ চমকে যাওয়া। চলিত ভাষায় ‘চমকে’ শব্দটি এর ভাব প্রকাশ করে।
ক) হইল; তারা
খ) তুলা; বনা
গ) শুল্ক; মাথা
ঘ) তাঁরা; ওকে
Note : ‘তুলা’ (তুলো-র সাধু রূপ) এবং ‘বনা’ (বুনো-র সাধু রূপ হতে পারে বা টাইপো)। সাধারণত ক্রিয়া ও সর্বনামে সাধু রীতি চেনা যায়।
ক) বুনো
খ) বুনো
গ) বনো
ঘ) বনা
Note : ‘বন্য’ এর তদ্ভব বা চলিত রূপ হলো ‘বুনো’ (যেমন- বুনো ফুল)।
ক) পূর্বে
খ) পূর্ব
গ) পূব
ঘ) আগেই
Note : অর্থগতভাবে ‘পূর্বেই’ মানে ‘আগেই’। চলিত ভাষায় ‘আগেই’ শব্দটি বহুল ব্যবহৃত।
ক) এটি
খ) একে
গ) উহা
ঘ) এ
Note : ‘ইহা’ সর্বনামের চলিত রূপ ‘এ’ বা ‘এটি’। অপশন D ‘এ’ সঠিক হিসেবে ধরা হয়েছে।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন