কোন বাক্যটি শুদ্ধ?

ক) তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন
খ) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়
গ) আমার আর বাঁচিবার স্বাদ নাই
ঘ) কোনো বাক্যই শুদ্ধ নয়
বিস্তারিত ব্যাখ্যা:
এখানে সবগুলো বাক্যেই কোনো না কোনো ভুল আছে। যেমন ‘সস্ত্রীক’ বানান বা ‘স্বাদ’ (হবে সাধ) শব্দের ভুল প্রয়োগ। তাই ‘কোনো বাক্যই শুদ্ধ নয়’ উত্তরটি সঠিক।

Related Questions

ক) সমুদয় পক্ষীই নীড় বাঁধে
খ) চোরটি সব মালশুদ্ধ ধরা পড়েছে
গ) তার বৈমাত্রেয় সহোদর অসুস্থ
ঘ) দণ্ডচক্রে ঈশ্বর ভূত
Note : ‘সমুদয়’ দ্বারা সকল বোঝানো হয়েছে এবং ‘পক্ষীই’ দ্বারা জাতিবাচক বিশেষ্য নির্দেশ করা হয়েছে যা সাধু রীতিতে শুদ্ধ প্রয়োগ।
ক) সূর্য উদয় হয়েছে?
খ) তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি
গ) যুক্তি খন্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি
ঘ) বিধি লঙ্ঘন হয়েছে
Note : ‘যুক্তি খণ্ডন’ এবং ‘মুক্তি’র মধ্যে অন্ত্যমিল ও অর্থের সাযুজ্য থাকায় এই বাক্যটি সাহিত্যিক ও ব্যাকরণগতভাবে শুদ্ধ।
ক) অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন
খ) এ কথা প্রমাণ হয়েছে
গ) আবশ্যক ব্যয়ে কার্পণ্য করা অনুচিত
ঘ) সূর্য উদয় হয়েছে?
Note : ‘আরোগ্য হলেন’ বা আরোগ্য লাভ করলেন সঠিক প্রয়োগ। ‘প্রমাণ হয়েছে’ এর চেয়ে ‘প্রমাণিত হয়েছে’ বেশি শুদ্ধ। ‘কার্পণ্য’ শব্দের সাথে ‘করা’ বাহুল্য হতে পারে।
ক) তিনি স্বস্ত্রীক বিদেশে গেছেন
খ) পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি
গ) সকল ছাত্রই অমনোযোগী নয়
ঘ) ‘শেষের কবিতা’ একখানি উৎকৃষ্ট কাব্যগ্রন্থ
Note : ‘পরবর্তীতে’ শব্দটি ব্যাকরণগতভাবে শুদ্ধ এবং বাক্যের অর্থ স্পষ্ট করে। ‘স্বস্ত্রীক’ বানান ভুল (সস্ত্রীক হবে) এবং ‘সকল ছাত্রই’ তে বাহুল্য দোষ হতে পারে।
ক) দরিদ্রতা অভিশাপ
খ) ফুল দেখতে সুন্দর
গ) ভুল লিখতে ভুল করো না
ঘ) শনিতে অশনি দেখিতে পাইলাম
Note : ‘ফুল দেখতে সুন্দর’ বাক্যটি সহজ ও সরল চলিত রীতিতে শুদ্ধ। ‘দরিদ্রতা’ পদের চেয়ে ‘দরিদ্র’ বা ‘দারিদ্র্য’ বিশেষ্য হিসেবে বেশি শুদ্ধ হতে পারে তবে এখানে অপশন B সবচেয়ে নির্ভুল।
ক) তাকে স্নেহাশিষ দিও
খ) তাকে স্নেহাশীষ দিও
গ) তাকে স্নেহাশিস দিও
ঘ) ব্যাখ্যা: সঠিক উত্তর - তাকে স্নেহাশিস দিও
Note : ‘স্নেহাশিস’ বানানটি সঠিক যেখানে শেষের ‘স’ দন্ত্য-স হয়। মূর্ধন্য-ষ বা তালব্য-শ ভুল।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন