সন্ধি বিচ্ছেদ করুন : অর্ধেক

ক) আধা + এক
খ) অর্ধ + এক
গ) অর্ধে + এক
ঘ) অর্ধ + ক
বিস্তারিত ব্যাখ্যা:
অর্ধ + এক = অর্ধেক। এখানে অ-কার ও এ-কার মিলে এ-কার বা একীভূত হয়েছে।

Related Questions

ক) অভি + ইষ্ট
খ) অতি + রিষ্ট
গ) অতী + ইষ্ট
ঘ) অভি + রিষ্ট
Note : হ্রস্ব ই-কারের পর হ্রস্ব ই-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। অভি + ইষ্ট = অভীষ্ট।
ক) অনু + হিত
খ) অনু + নিত
গ) অনু + ইত
ঘ) অনু + বিত
Note : উ-কারের পর ই-কার থাকায় উ-কার ব-ফলা হয়েছে। সঠিক বিচ্ছেদ: অনু + ইত = অন্বিত।
ক) অন্বেষণ
খ) অম্বেষন
গ) অম্বেশন
ঘ) অন্মেশন
Note : সন্ধিজাত সঠিক শব্দটি হলো ‘অন্বেষণ’। এখানে মূর্ধন্য-ষ এবং মূর্ধন্য-ণ ব্যবহৃত হয়।
ক) অন্নে + যণ
খ) অন্নে + এষণ
গ) অনু + এষণ
ঘ) অন্ + এষণ
Note : উ-কারের পর ভিন্ন স্বরধ্বনি (এ) থাকলে উ-কার ব-ফলায় পরিণত হয়। তাই অনু + এষণ = অন্বেষণ।
ক) অধ্য + উষিত
খ) আধি + যিখ
গ) অধি + উষিত
ঘ) অধ্য + উমবিত
Note : ই-কারের পর উ-কার থাকলে ই-কার য-ফলায় পরিণত হয় এবং উ-কার তার সাথে যুক্ত হয়। অধি + উষিত = অধ্যুষিত।
ক) স্বরসন্ধি
খ) নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি
গ) বিসর্গসন্ধি
ঘ) ব্যঞ্জনসন্ধি
Note : অ বা আ-কারের পর ঋ-কার থাকলে উভয়ে মিলে ‘অর’ হয় যা রেফ রূপে পরবর্তী বর্ণে বসে। এটি গুণ স্বরসন্ধির নিয়ম।

জব সলুশন

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - অফিস অ্যাসিস্ট্যান্ট (19-12-2025)

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন