‘অন্বেষণ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) অন্নে + যণ
খ) অন্নে + এষণ
গ) অনু + এষণ
ঘ) অন্ + এষণ
বিস্তারিত ব্যাখ্যা:
উ-কারের পর ভিন্ন স্বরধ্বনি (এ) থাকলে উ-কার ব-ফলায় পরিণত হয়। তাই অনু + এষণ = অন্বেষণ।
Related Questions
ক) অধ্য + উষিত
খ) আধি + যিখ
গ) অধি + উষিত
ঘ) অধ্য + উমবিত
Note : ই-কারের পর উ-কার থাকলে ই-কার য-ফলায় পরিণত হয় এবং উ-কার তার সাথে যুক্ত হয়। অধি + উষিত = অধ্যুষিত।
ক) স্বরসন্ধি
খ) নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি
গ) বিসর্গসন্ধি
ঘ) ব্যঞ্জনসন্ধি
Note : অ বা আ-কারের পর ঋ-কার থাকলে উভয়ে মিলে ‘অর’ হয় যা রেফ রূপে পরবর্তী বর্ণে বসে। এটি গুণ স্বরসন্ধির নিয়ম।
ক) অতি + অন্ত
খ) অতী + অন্ত
গ) অতঃ + অন্ত
ঘ) অত + অন্ত
Note : য-ফলা সন্ধির নিয়মানুসারে ই-কারের পর ভিন্ন স্বরধ্বনি (অ) থাকায় ই-কার য-ফলায় পরিণত হয়েছে। অতি + অন্ত = অত্যন্ত।
ক) অত্যাধিক
খ) অত্যাধিক
গ) অস্তাধিক
ঘ) অত্যধিক
Note : সন্ধির নিয়মে অতি + অধিক = অত্যধিক (ই + অ = য)। ‘অত্যাধিক’ শব্দটি ভুল কারণ এখানে আ-কার আসার কোনো নিয়ম নেই।
ক) অৎ + এব
খ) অতঃ + এব
গ) অত + এব
ঘ) অতো + এব
Note : বিসর্গ সন্ধির নিয়মে অ-কারের পর বিসর্গ এবং তার পরে এ-কার থাকলে বিসর্গ লোপ পায়। তাই অতঃ + এব = অতএব।
ক) নাতি + জামাই
খ) নাত + জামাই
গ) নাজ + জামাই
ঘ) নাতিন + জামাই
Note : ‘নাত + জামাই’ সন্ধি হয়ে ‘নাজ্জামাই’ হয়েছে যেখানে ত্ ধ্বনিটি জ্ ধ্বনিতে পরিবর্তিত হয়েছে (সমীভবন)।
জব সলুশন