'উড়ে এসে জুড়ে বসা' এর অর্থ কি?
ক) হঠাৎ আবির্ভাব
খ) দূর থেকে আসা
গ) অনধিকার চর্চা
ঘ) অধিকার প্রতিষ্ঠা করা
বিস্তারিত ব্যাখ্যা:
যার কোনো অধিকার বা সম্পর্ক নেই সে হঠাৎ এসে ক্ষমতার অপব্যবহার করলে বা মাতব্বরি করলে তাকে 'অনধিকার চর্চা' বা উড়ে এসে জুড়ে বসা বলে।
Related Questions
ক) অনুরোধে পড়ে অসাধ্য সাধন করা
খ) অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
গ) চাপে পড়ে অন্যায় কাজ করে ফেলা
ঘ) অনুরোধে ঢেঁকি গিলে ফেলা
Note : অন্যের অনুরোধ রক্ষা করতে গিয়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে কঠিন দায়িত্ব নেওয়াকে 'উপরোধে ঢেঁকি গেলা' বলা হয়; অর্থাৎ 'অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা'।
ক) বাবা-মা
খ) ভাই-বোন
গ) প্রিয় বন্ধু
ঘ) প্রতিবেশী
Note : 'ইয়ার' মানে বন্ধু; ইয়ার বকশি বলতে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের বোঝায়। তাই এখানে সঠিক অর্থ 'প্রিয় বন্ধু'।
ক) চালাক লোক
খ) পার্থক্য
গ) একই দলের লোক
ঘ) দুষ্ট প্রকৃতির লোক
Note : সাধারণ অর্থে ইতর মানে খারাপ হলেও 'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ হলো ভেদাভেদ বা 'পার্থক্য'।
ক) বদমেজাজী
খ) হতচ্ছাড়া
গ) গেঁজো
ঘ) মড়াদাহ
Note : বাগধারা হিসেবে ইতর বলতে সাধারণত নিচু বা খারাপ কিছু বোঝায়; তবে এখানে অপশন অনুযায়ী 'হতচ্ছাড়া' শব্দটি ইতর বা নিচু স্বভাবের অর্থের সাথে সঙ্গতিপূর্ণ।
ক) উনপাজুরে
খ) কাক জোছনা
গ) ভূশণ্ডির কাক
ঘ) নেই
Note : 'উনপাজুরে' অর্থ দুর্বল বা হতভাগ্য; যা 'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থের সাথে মিলে যায়। তাই এটি সমার্থক।
ক) নিতান্ত মন্দ ভাগ্য
খ) অধিকারের অধিকার
গ) ভাগাহত
ঘ) ভাগ্যহীন
Note : ইঁদুরের মতো যাদের কপাল বা ভাগ্য খারাপ তাদের 'নিতান্ত মন্দ ভাগ্য' বা ইঁদুর কপালে বলা হয়।
জব সলুশন