'আষাঢ়ে গল্প' বলতে কী বোঝায়?
ক) আষাঢ় মাসের গল্প
খ) বৃষ্টির গল্প
গ) গাঁজাখুরি গল্প
ঘ) অবাস্তব কাহিনী
বিস্তারিত ব্যাখ্যা:
আষাঢ় মাসের বৃষ্টির দিনে মানুষ কাজ বাদ দিয়ে যেসব আজগুবি বা বানোয়াট গল্প ফাঁদে তাকে 'গাঁজাখুরি গল্প' বা আষাঢ়ে গল্প বলা হয়।
Related Questions
ক) বিশৃঙ্খলা
খ) শত্রুতা
গ) প্রচুর ব্যবধান
ঘ) অবাস্তব
Note : আকাশ ও পাতালের দূরত্ব যেমন অনেক; তেমনি দুটি বিষয়ের মধ্যে বিশাল পার্থক্য বোঝাতে 'প্রচুর ব্যবধান' অর্থে এই বাগধারাটি ব্যবহৃত হয়।
ক) অলীক ভাবনা
খ) অদ্ভুত জিনিস
গ) সুন্দর কল্পনা
ঘ) স্বপ্ন
Note : আকাশে কুসুম বা ফুল ফোটা অসম্ভব; তাই যা বাস্তবে সম্ভব নয় বা কেবল কল্পনায় থাকে তাকে 'অলীক ভাবনা' বা আকাশ কুসুম বলা হয়।
ক) মন্দভাগ্য
খ) আশ্চর্য হওয়া
গ) হঠাৎ বিপদ হওয়া
ঘ) কঠিন পরীক্ষা
Note : মাথার ওপর আকাশ ভেঙে পড়ার অর্থ হলো আচমকা বড় ধরনের বিপদে পড়া; তাই এর সঠিক অর্থ 'হঠাৎ বিপদ হওয়া'।
ক) স্তম্ভিতভাব
খ) ঝাকুনি দেয়া
গ) ন্যাকামি
ঘ) ব্যস্ততার ভাব
Note : কোনো কিছু পাওয়ার জন্য বা করার জন্য অস্থির হয়ে ছটফট করাকে আঁকুপাঁকু বলা হয়; যা 'ব্যস্ততার ভাব' বা অস্থিরতা প্রকাশ করে।
ক) অত্যন্ত বুদ্ধিমান
খ) অতি চালাক
গ) হাদরাম
ঘ) নির্বুদ্ধিতার দণ্ড
Note : বোকামি বা ভুল করার কারণে যে মাশুল বা জরিমানা দিতে হয় তাকে আক্কেল সেলামি বলে; যার অর্থ 'নির্বুদ্ধিতার দণ্ড'।
ক) সুন্দর কথা
খ) প্রচুর কথা
গ) রাগের কথা
ঘ) অর্থহীন কথা
Note : যে কথার কোনো মাথামুণ্ডু বা সারবত্তা নেই তাকে আগড়ম-বাগড়ম বলা হয়। অর্থাৎ এর অর্থ 'অর্থহীন কথা' বা প্রলাপ।
জব সলুশন