'আকাশ ভেঙে পড়া' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

ক) মন্দভাগ্য
খ) আশ্চর্য হওয়া
গ) হঠাৎ বিপদ হওয়া
ঘ) কঠিন পরীক্ষা
বিস্তারিত ব্যাখ্যা:
মাথার ওপর আকাশ ভেঙে পড়ার অর্থ হলো আচমকা বড় ধরনের বিপদে পড়া; তাই এর সঠিক অর্থ 'হঠাৎ বিপদ হওয়া'।

Related Questions

ক) স্তম্ভিতভাব
খ) ঝাকুনি দেয়া
গ) ন্যাকামি
ঘ) ব্যস্ততার ভাব
Note : কোনো কিছু পাওয়ার জন্য বা করার জন্য অস্থির হয়ে ছটফট করাকে আঁকুপাঁকু বলা হয়; যা 'ব্যস্ততার ভাব' বা অস্থিরতা প্রকাশ করে।
ক) অত্যন্ত বুদ্ধিমান
খ) অতি চালাক
গ) হাদরাম
ঘ) নির্বুদ্ধিতার দণ্ড
Note : বোকামি বা ভুল করার কারণে যে মাশুল বা জরিমানা দিতে হয় তাকে আক্কেল সেলামি বলে; যার অর্থ 'নির্বুদ্ধিতার দণ্ড'।
ক) সুন্দর কথা
খ) প্রচুর কথা
গ) রাগের কথা
ঘ) অর্থহীন কথা
Note : যে কথার কোনো মাথামুণ্ডু বা সারবত্তা নেই তাকে আগড়ম-বাগড়ম বলা হয়। অর্থাৎ এর অর্থ 'অর্থহীন কথা' বা প্রলাপ।
ক) মারা যাওয়া
খ) না জেনে কিছু করা
গ) গোপন তথ্য
ঘ) ন্যাকা‌মি
Note : অপ্রয়োজনীয় সোহাগ বা ভালোবাসা দেখানোর ভান করাকে আদিখ্যেতা বলে; যা মূলত 'ন্যাকামি' বা লোক দেখানো আচরণের সমার্থক।
ক) বাড়াবাড়ি
খ) দীর্ঘসূত্রিতা
গ) বেখাপ্পা
ঘ) অসম্ভব ব্যাপার
Note : এক টাকায় ষোল আনা থাকে; সেখানে আঠারো আনা চাওয়া মানে প্রাপ্য বা স্বাভাবিকের চেয়ে বেশি কিছু দাবি করা; যা 'বাড়াবাড়ি' বা অত্যধিক বোঝায়।
ক) ঘাটে নামা
খ) কাজে নামা
গ) সর্বনাশ করা
ঘ) প্রস্তুতি নেওয়া
Note : কোনো কাজ শুরু করার আগে সব দিক বিবেচনা করে প্রস্তুত হওয়াকে আটঘাট বাঁধা বলে। অর্থাৎ কাজের পূর্বে যথাযথ 'প্রস্তুতি নেওয়া'।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন