'আটঘাট বাঁধা' বাগধারার অর্থ-
ক) ঘাটে নামা
খ) কাজে নামা
গ) সর্বনাশ করা
ঘ) প্রস্তুতি নেওয়া
বিস্তারিত ব্যাখ্যা:
কোনো কাজ শুরু করার আগে সব দিক বিবেচনা করে প্রস্তুত হওয়াকে আটঘাট বাঁধা বলে। অর্থাৎ কাজের পূর্বে যথাযথ 'প্রস্তুতি নেওয়া'।
Related Questions
ক) অন্যান্য
খ) অযথা প্রশংসা করা
গ) অসম্ভব ব্যাপার
ঘ) অপ্রত্যাশিত বাধা
Note : এটি এমন একটি বিষয় বা বস্তুকে নির্দেশ করে যা বাস্তবে সম্ভব নয় বা যার অস্তিত্ব নেই; তাই এর অর্থ 'অসম্ভব ব্যাপার' বা অদ্ভুত কোনো পরিস্থিতি।
ক) বাংলাদেশীরা অলস বলে পরিচিত
খ) গাছে কিলালেও ওকে দিয়ে কাজ করাতে পারবে না
গ) সমুদ্রে লোনা পানির ঢেউ উঠেছে
ঘ) বুড়ীর নাতিটা ছিল অন্ধের যষ্টি সেও মারা গেল
Note : এখানে 'অন্ধের যষ্টি' একটি বাগধারা যার অর্থ একমাত্র অবলম্বন। বাক্যে এটি বিশিষ্টার্থক বা আলঙ্করিক অর্থে ব্যবহৃত হয়েছে; বাকি বাক্যগুলো সাধারণ বর্ণনামূলক।
ক) সম্পূর্ণভাবে
খ) ফাঁকি
গ) অপদার্থ
ঘ) অলস
Note : রম্ভা মানে কলা বা শূন্য; অষ্টরম্ভা মানে আটটি কলা বা বড় ধরনের শূন্য; তাই এর দ্বারা 'ফাঁকি' বা কিছুই না পাওয়া বোঝানো হয়।
ক) ঘোড়া নিধন
খ) বিপুল আয়োজন
গ) ধ্বংস করা
ঘ) হত্যাযজ্ঞ
Note : প্রাচীনকালে রাজারা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতেন যা ছিল বিশাল ব্যয়বহুল ও আড়ম্বরপূর্ণ; তাই বর্তমানে যেকোনো বড় বা বিরাট কর্মযজ্ঞ বা 'বিপুল আয়োজন' বোঝাতে এটি ব্যবহৃত হয়।
ক) আঞ্চলিকতার প্রভাব
খ) স্বামীর প্রভাব
গ) স্ত্রীর প্রভাব
ঘ) ঊ ঊর্ধ্বতন কর্তার প্রভাব
Note : শাড়ির আঁচল বা অঞ্চল দিয়ে যেমন কাউকে বেঁধে রাখা বা প্রভাবিত করার উপমা দেওয়া হয়; তেমনি স্ত্রীর দ্বারা স্বামী প্রভাবিত হলে তাকে 'স্ত্রীর প্রভাব' বা অঞ্চল প্রভাব বলা হয়।
ক) অবিরাম কান্না
খ) বৃথা চেষ্টা
গ) নিষ্ফল আবেদন
ঘ) বারবার চেষ্টা
Note : বনের মধ্যে কাঁদলে যেমন কেউ শুনতে পায় না বা তা কোনো কাজে আসে না; তেমনি যার কাছে আবেদন করলে কোনো ফল পাওয়া যাবে না এমন কাজকে 'নিষ্ফল আবেদন' বা অরণ্যে রোদন বলা হয়।
জব সলুশন