'অষ্টরম্ভা' বাগধারাটির অর্থ কি?
ক) সম্পূর্ণভাবে
খ) ফাঁকি
গ) অপদার্থ
ঘ) অলস
বিস্তারিত ব্যাখ্যা:
রম্ভা মানে কলা বা শূন্য; অষ্টরম্ভা মানে আটটি কলা বা বড় ধরনের শূন্য; তাই এর দ্বারা 'ফাঁকি' বা কিছুই না পাওয়া বোঝানো হয়।
Related Questions
ক) ঘোড়া নিধন
খ) বিপুল আয়োজন
গ) ধ্বংস করা
ঘ) হত্যাযজ্ঞ
Note : প্রাচীনকালে রাজারা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতেন যা ছিল বিশাল ব্যয়বহুল ও আড়ম্বরপূর্ণ; তাই বর্তমানে যেকোনো বড় বা বিরাট কর্মযজ্ঞ বা 'বিপুল আয়োজন' বোঝাতে এটি ব্যবহৃত হয়।
ক) আঞ্চলিকতার প্রভাব
খ) স্বামীর প্রভাব
গ) স্ত্রীর প্রভাব
ঘ) ঊ ঊর্ধ্বতন কর্তার প্রভাব
Note : শাড়ির আঁচল বা অঞ্চল দিয়ে যেমন কাউকে বেঁধে রাখা বা প্রভাবিত করার উপমা দেওয়া হয়; তেমনি স্ত্রীর দ্বারা স্বামী প্রভাবিত হলে তাকে 'স্ত্রীর প্রভাব' বা অঞ্চল প্রভাব বলা হয়।
ক) অবিরাম কান্না
খ) বৃথা চেষ্টা
গ) নিষ্ফল আবেদন
ঘ) বারবার চেষ্টা
Note : বনের মধ্যে কাঁদলে যেমন কেউ শুনতে পায় না বা তা কোনো কাজে আসে না; তেমনি যার কাছে আবেদন করলে কোনো ফল পাওয়া যাবে না এমন কাজকে 'নিষ্ফল আবেদন' বা অরণ্যে রোদন বলা হয়।
ক) গলাধাক্কা দেয়া
খ) অমাবস্যা
গ) দ্বিতীয়া
ঘ) কাস্তে
Note : মানুষের গলার আকৃতি চাঁদের অর্ধেক অংশের মতো; তাই কাউকে ঘাড় ধরে বের করে দেওয়া বা 'গলাধাক্কা দেওয়া' বোঝাতে ব্যাঙ্গাত্মকভাবে 'অর্ধচন্দ্র' বাগধারাটি ব্যবহৃত হয়।
ক) দুর্গতি বস্ত
খ) হতবুদ্ধি
গ) দৃষ্টি শক্তিহীন
ঘ) স্বার্থে আঘাত লাগা
Note : চারিদিকে অন্ধকার দেখা মানে কোনো উপায় খুঁজে না পাওয়া বা দিশেহারা হয়ে পড়া; তাই এর সঠিক অর্থ 'হতবুদ্ধি' হওয়া। এটি দৃষ্টিশক্তির অভাব নয় বরং বিচারবুদ্ধির লোপ পাওয়া।
ক) বেফাস কথা
খ) বিশ্বাসঘাতকতা
গ) গোপন তথ্য
ঘ) ষড়যন্ত
Note : এটি একটি বিরল বাগধারা যার অর্থ গোপন কোনো বিষয় বা তথ্য। লোকচক্ষুর আড়ালে থাকা বা অপ্রকাশিত 'গোপন তথ্য' বোঝাতে এটি ব্যবহৃত হয়।
জব সলুশন