'অর্ধচন্দ্র' এর অর্থ-

ক) গলাধাক্কা দেয়া
খ) অমাবস্যা
গ) দ্বিতীয়া
ঘ) কাস্তে
বিস্তারিত ব্যাখ্যা:
মানুষের গলার আকৃতি চাঁদের অর্ধেক অংশের মতো; তাই কাউকে ঘাড় ধরে বের করে দেওয়া বা 'গলাধাক্কা দেওয়া' বোঝাতে ব্যাঙ্গাত্মকভাবে 'অর্ধচন্দ্র' বাগধারাটি ব্যবহৃত হয়।

Related Questions

ক) দুর্গতি বস্ত
খ) হতবুদ্ধি
গ) দৃষ্টি শক্তিহীন
ঘ) স্বার্থে আঘাত লাগা
Note : চারিদিকে অন্ধকার দেখা মানে কোনো উপায় খুঁজে না পাওয়া বা দিশেহারা হয়ে পড়া; তাই এর সঠিক অর্থ 'হতবুদ্ধি' হওয়া। এটি দৃষ্টিশক্তির অভাব নয় বরং বিচারবুদ্ধির লোপ পাওয়া।
ক) বেফাস কথা
খ) বিশ্বাসঘাতকতা
গ) গোপন তথ্য
ঘ) ষড়যন্ত
Note : এটি একটি বিরল বাগধারা যার অর্থ গোপন কোনো বিষয় বা তথ্য। লোকচক্ষুর আড়ালে থাকা বা অপ্রকাশিত 'গোপন তথ্য' বোঝাতে এটি ব্যবহৃত হয়।
ক) অলক্ষ্মীর দশা
খ) অদৃষ্টের পরিহাস
গ) অগ্নিপরীক্ষা
ঘ) আটক
Note : বিধি বা ভাগ্য যখন মানুষের প্রতিকূলে থাকে বা হঠাৎ কোনো দুর্ভোগ নিয়ে আসে তাকে 'অদৃষ্টের পরিহাস' বলা হয়। এটি মানুষের নিয়ন্ত্রণের বাইরের দুর্ভাগ্যকে নির্দেশ করে।
ক) বিপদ
খ) গভীর
গ) গোপন ব্যথা
ঘ) হিংসা
Note : 'টিপুনি' মানে চাপ দেওয়া; বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভেতরে ভেতরে যে ব্যথা বা যন্ত্রণা মানুষকে কষ্ট দেয় তাকে 'গোপন ব্যথা' বা অন্তর টিপুনি বলা হয়।
ক) ভীষণ বিপদ
খ) অন্ধকার দেখা
গ) কঠিন পরীক্ষা
ঘ) কোনোটিই নয়
Note : যে জলের গভীরতা পাওয়া যায় না বা তল নেই এমন অবস্থাকে অথৈ জল বলা হয়; যা মানুষের জীবনে কূল-kinarahin অবস্থা বা 'ভীষণ বিপদ' নির্দেশ করে।
ক) অনুরোধে পড়ে অসাধ্য সাধন করা
খ) অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
গ) চাপে পড়ে অন্যায় কাজ করে ফেলা
ঘ) অনুরোধে ঢেঁকি গিলে ফেলা
Note : ঢেঁকি বা বড় কাঠের দণ্ড গিলে ফেলা বাস্তবে অসম্ভব; কিন্তু কারো অনুরোধ রক্ষা করতে গিয়ে অনিচ্ছা সত্ত্বেও বা সাধ্যের বাইরের কাজ করতে রাজি হওয়াকে রূপক অর্থে এই বাগধারা দিয়ে প্রকাশ করা হয়।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন