'অন্তর টিপুনি' বাগধারাটির অর্থ কি?
ক) বিপদ
খ) গভীর
গ) গোপন ব্যথা
ঘ) হিংসা
বিস্তারিত ব্যাখ্যা:
'টিপুনি' মানে চাপ দেওয়া; বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভেতরে ভেতরে যে ব্যথা বা যন্ত্রণা মানুষকে কষ্ট দেয় তাকে 'গোপন ব্যথা' বা অন্তর টিপুনি বলা হয়।
Related Questions
ক) ভীষণ বিপদ
খ) অন্ধকার দেখা
গ) কঠিন পরীক্ষা
ঘ) কোনোটিই নয়
Note : যে জলের গভীরতা পাওয়া যায় না বা তল নেই এমন অবস্থাকে অথৈ জল বলা হয়; যা মানুষের জীবনে কূল-kinarahin অবস্থা বা 'ভীষণ বিপদ' নির্দেশ করে।
ক) অনুরোধে পড়ে অসাধ্য সাধন করা
খ) অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
গ) চাপে পড়ে অন্যায় কাজ করে ফেলা
ঘ) অনুরোধে ঢেঁকি গিলে ফেলা
Note : ঢেঁকি বা বড় কাঠের দণ্ড গিলে ফেলা বাস্তবে অসম্ভব; কিন্তু কারো অনুরোধ রক্ষা করতে গিয়ে অনিচ্ছা সত্ত্বেও বা সাধ্যের বাইরের কাজ করতে রাজি হওয়াকে রূপক অর্থে এই বাগধারা দিয়ে প্রকাশ করা হয়।
ক) অপ্রত্যাশিত বাধা
খ) যা সচরাচর ঘটে না
গ) পৌষ-মাঘ মাসের বৃষ্টি
ঘ) নিত্যনৈমিত্তিক বিষয়
Note : শীতকালে বা অসময়ে বৃষ্টি হলে যেমন কাজে ব্যাঘাত ঘটে; তেমনি কোনো শুভ কাজে হঠাৎ অপ্রত্যাশিত কোনো সমস্যা বা বাধা উপস্থিত হলে তাকে 'অকালে বাদলা' বলা হয়।
ক) লোভী
খ) আলসেমি
গ) অপদার্থ
ঘ) প্রচণ্ড গরম
Note : অজগর সাপ যেমন শিকারের পেছনে না ছুটে এক জায়গায় অলসভাবে পড়ে থাকে; তেমনি মানুষের মধ্যে যারা কর্মবিমুখ বা অলস তাদের স্বভাবকে 'আলসেমি' বা অজগর বৃত্তি বলা হয়।
ক) সহজ পরীক্ষা
খ) কঠিন পরীক্ষা
গ) ভাষা পরীক্ষা
ঘ) আগুনের পরীক্ষা
Note : রামায়ণে সীতাকে আগুনে প্রবেশ করে সতীত্বের প্রমাণ দিতে হয়েছিল যা ছিল অত্যন্ত কঠিন; সেই থেকে যেকোনো কঠিন বা বিপদসংকুল যাচাইকরণকে 'কঠিন পরীক্ষা' বা অগ্নিপরীক্ষা বলা হয়।
ক) শুরু করা
খ) বিশ্রাম করা
গ) তাড়াতাড়ি শেষ করা
ঘ) শেষ বিদায়
Note : পৌরাণিক কাহিনী অনুসারে মুনি অগস্ত্য বিন্ধ্যাচল পর্বত পার হয়ে দক্ষিণে যান এবং আর ফিরে আসেননি; তাই চিরদিনের জন্য প্রস্থান বা 'শেষ বিদায়' বোঝাতে এই বাগধারাটি ব্যবহৃত হয়।
জব সলুশন