সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে?
ক) ‘কে’ বা ‘তে’/য়
খ) ‘এ’ বা এতে’/এ
গ) ‘র’ বা ‘এর’/ও
ঘ) ‘থেকে’ বা ‘চেয়ে’/ক
বিস্তারিত ব্যাখ্যা:
সম্বন্ধ পদের মূল বৈশিষ্ট্য হলো ষষ্ঠী বিভক্তি অর্থাৎ ‘র’ বা ‘এর’ বিভক্তি যুক্ত হওয়া।
Related Questions
ক) সম্বন্ধ পদ
খ) বিশেষ্য পদ
গ) ক্রিয়া বিশেষণ
ঘ) ক্রিয়া পদ
Note : ‘মতিনের’ শব্দটিতে ‘এর’ বিভক্তি আছে এবং এটি ভাইয়ের সাথে সম্পর্ক নির্দেশ করছে। ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক নেই তাই এটি সম্বন্ধ পদ।
ক) আহ্বান
খ) নাম
গ) পরিচয়
ঘ) অভিবাদন
Note : সম্বোধন শব্দের আক্ষরিক অর্থ হলো আহ্বান করা বা ডাকা।
ক) সম্বোধন পদ
খ) সম্বন্ধ পদ
গ) বিশেষ্য পদ
ঘ) সর্বনাম পদ
Note : বাক্যে পরাগ-কে উদ্দেশ্য করে বা ডেকে কথা বলা হয়েছে তাই এটি সম্বোধন পদ।
ক) কর্তৃকারক
খ) কর্মকারক
গ) সম্বোধন পদ
ঘ) সম্বন্ধ পদ
Note : কাউকে আহ্বান বা সম্বোধন করে কিছু বলা হলে তাকে সম্বোধন পদ বলে। এখানে ‘ওহে’ দ্বারা সম্বোধন করা হয়েছে।
ক) ভাবাধিকরণ
খ) ঐকদেশি্ক অধিকরণ
গ) কালাধিকরণ
ঘ) বৈষয়িক
Note : বিশাল আকাশের একটি নির্দিষ্ট অংশে চাঁদ উঠেছে তাই এটি ঐকদেশি্ক অধিকরণ।
ক) ঐকদেশি্ক
খ) অভিব্যাপক
গ) বৈষয়িক
ঘ) স্থানাধিকরণ
Note : বনের সব জায়গায় বাঘ থাকে না বনের কোনো কোনো অংশে থাকে। তাই এটি ঐকদেশি্ক অধিকরণ।
জব সলুশন