‘বনে বাঘ আছে।’ কোন অধিকরণ কারক?
ক) ঐকদেশি্ক
খ) অভিব্যাপক
গ) বৈষয়িক
ঘ) স্থানাধিকরণ
বিস্তারিত ব্যাখ্যা:
বনের সব জায়গায় বাঘ থাকে না বনের কোনো কোনো অংশে থাকে। তাই এটি ঐকদেশি্ক অধিকরণ।
Related Questions
ক) ঐকদেশি্ক
খ) অভিব্যাপক
গ) বৈষয়িক
ঘ) কালাধিকরণ
Note : দুয়ারের একটি নির্দিষ্ট অংশে হাতি বাঁধা থাকে পুরো দুয়ার জুড়ে নয়। তাই এটি ঐকদেশি্ক আধারাধিকরণ।
ক) বৈষয়িক অধিকরণ
খ) ভাবাধিকরণ
গ) অভিব্যাপক অধিকরণ
ঘ) ঐকদেশি্ক অধিকরণ
Note : পুকুরের সব জায়গায় মাছ নেই বরং পুকুরের কোনো এক স্থানে বা অংশে মাছ আছে। বিশাল স্থানের কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তা ঐকদেশি্ক অধিকরণ।
ক) ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
খ) ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই
গ) কাজের পরিচয় ফলে বোঝা যায়
ঘ) আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
Note : ‘আকাশে’ শব্দটি স্থান বোঝাচ্ছে এবং এতে ‘এ’ বা সপ্তমী বিভক্তি যুক্ত আছে।
ক) চতুর্থী
খ) তৃতীয়া
গ) ষষ্ঠী
ঘ) সপ্তমী
Note : ভাবাধিকরণে সাধারণত সপ্তমী বিভক্তি ব্যবহৃত হয়। একে ভাবে সপ্তমীও বলা হয়।
ক) আমি ঢাকায় যাই
খ) বাড়ি থেকে নদী দেখা যায়
গ) সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়
ঘ) তিলে তৈল আছে
Note : একটি ক্রিয়া অন্য একটি ক্রিয়ার ওপর নির্ভর করলে ভাবাধিকরণ হয়। এখানে সূর্যের উদয়ের ওপর অন্ধকার দূর হওয়া নির্ভর করছে।
ক) জমি থেকে বাড়ি দেখা যায়
খ) তিনি বইটি কিনে এনেছেন
গ) লোকটি হঠাৎ লাফ দিল
ঘ) ছেলেটি পরীক্ষার ফল ভালো করেছে
Note : ‘জমি থেকে বাড়ি দেখা যায়’ বাক্যে ‘জমি থেকে’ বলতে জমির ওপর দাঁড়িয়ে (স্থান) বোঝাচ্ছে। এটি অধিকরণে পঞ্চমী বিভক্তির প্রয়োগ।
জব সলুশন