অপাদানে ৫মী বিভক্তি কোনটি?

ক) আমা হতে একাজ হবে না সাধন
খ) ভালো ছাত্র হতে ভালো ফল আশা করা যায়
গ) দুধ হতে ঘি হয়
ঘ) বাড়ি হতে নদী দেখা যায়
বিস্তারিত ব্যাখ্যা:
‘দুধ হতে ঘি হয়’ এখানে ‘হতে’ অনুসর্গটি পঞ্চমী বিভক্তির চিহ্ন এবং এটি রূপান্তর বা উৎপাদন অর্থে অপাদান কারক।

Related Questions

ক) বনে বাঘ আছে
খ) ট্রেন স্টেশন ছেড়েছে
গ) গৃহহীনে গৃহ দাও
ঘ) জিজ্ঞাসিব জনে জনে
Note : ‘ট্রেন স্টেশন ছেড়েছে’ বাক্যে স্টেশন থেকে বিচ্যুত হওয়া বোঝাচ্ছে। যা থেকে কিছু বিচ্যুত হয় তা অপাদান কারক।
ক) তিলে তৈল হয়
খ) তিলে তৈল আছে
গ) দীনে দয়া কর
ঘ) লোকে বলে
Note : ‘তিলে তৈল হয়’ বলতে তিল থেকে তেল উৎপন্ন হওয়া বোঝায়। যা থেকে কিছু উৎপন্ন হয় তা অপাদান কারক।
ক) ছেলেরা
খ) মাঠে
গ) বল
ঘ) খেলে
Note : খেলার উপকরণ হলো বল। তাই ‘বল’ শব্দটি এখানে করণ কারক।
ক) ছাগলে কি না খায়
খ) সে চোখে দেখে না
গ) সাদা মেঘে বৃষ্টি হয় না
ঘ) তিলে তৈল হয়
Note : ‘সে চোখে দেখে না’ বাক্যে চোখ হলো দেখার যন্ত্র বা ইন্দ্রিয়। তাই এটি করণ কারক।
ক) জলে বাষ্প ওঠে
খ) মেঘে ঢাকা তারা দেখা যায় না
গ) সূর্যোদয়ে পদ্ম ফোটে
ঘ) গোয়ালে বাঁধা গাই
Note : ‘মেঘে ঢাকা’ অর্থ হলো মেঘ দ্বারা ঢাকা। এখানে মেঘের সাথে ‘এ’ বিভক্তি যুক্ত হয়ে করণ কারক গঠন করেছে।
ক) তারা বল খেলে
খ) শিকারী বিড়াল গোঁফে চেনা
গ) বনে বাঘ আছে
ঘ) সাপকে লাঠি মার
Note : ‘শিকারী বিড়াল গোঁফে চেনা’ বাক্যে ‘গোঁফ’ বা গোঁফের দ্বারা চেনা যায় বোঝাচ্ছে। এটি উপায় বা করণ এবং সপ্তমী বিভক্তি যুক্ত।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন