করণে ‘এ’ বিভক্তির ব্যবহার হয়েছে যে বাক্যে-
ক) জলে বাষ্প ওঠে
খ) মেঘে ঢাকা তারা দেখা যায় না
গ) সূর্যোদয়ে পদ্ম ফোটে
ঘ) গোয়ালে বাঁধা গাই
বিস্তারিত ব্যাখ্যা:
‘মেঘে ঢাকা’ অর্থ হলো মেঘ দ্বারা ঢাকা। এখানে মেঘের সাথে ‘এ’ বিভক্তি যুক্ত হয়ে করণ কারক গঠন করেছে।
Related Questions
ক) তারা বল খেলে
খ) শিকারী বিড়াল গোঁফে চেনা
গ) বনে বাঘ আছে
ঘ) সাপকে লাঠি মার
Note : ‘শিকারী বিড়াল গোঁফে চেনা’ বাক্যে ‘গোঁফ’ বা গোঁফের দ্বারা চেনা যায় বোঝাচ্ছে। এটি উপায় বা করণ এবং সপ্তমী বিভক্তি যুক্ত।
ক) এ বাড়িতে কেউ নেই
খ) বাঘে মহিষে লড়াই বাঁধিয়েছে
গ) এ কলমে ভালো লেখা হয়
ঘ) লোক মুখে শুনিয়াছি
Note : ‘এ কলমে ভালো লেখা হয়’ বাক্যে ‘কলমে’ শব্দটি লেখার উপকরণ এবং এতে ‘এ’ বা সপ্তমী বিভক্তি যুক্ত আছে।
ক) ঘোড়াকে চাবুক মার
খ) ডাক্তার ডাক
গ) গাড়ি স্টেশন ছেড়েছে
ঘ) মুষলধারে বৃষ্টি পড়ছে
Note : ‘ঘোড়াকে চাবুক মার’ বাক্যে ‘চাবুক’ হলো মারার যন্ত্র বা উপকরণ। এটি শূন্য বিভক্তিযুক্ত করণ কারক।
ক) ছাত্ররা বল খেলে
খ) ডাক্তার ডাক
গ) হামিদ বই পড়ে
ঘ) বৃষ্টি পড়ে
Note : ‘ছাত্ররা বল খেলে’ বাক্যে ‘বল’ হলো খেলার উপকরণ। বলের সাথে কোনো বিভক্তি নেই তাই এটি করণ কারকে শূন্য।
ক) কালির দাগ সহজে ওঠে না
খ) বুদ্ধি খাটিয়ে কাজ কর
গ) দুধ থেকে দই হয়
ঘ) এ বৎসর খুব বন্যা হয়েছে
Note : ‘বুদ্ধি খাটিয়ে কাজ কর’ বাক্যে ‘বুদ্ধি’ হলো কাজের উপকরণ এবং এতে কোনো বিভক্তি নেই তাই এটি করণ কারকে শূন্য।
ক) করণ কারক
খ) কর্মকারক
গ) অপাদান কারক
ঘ) কর্তৃকারক
Note : ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়ক উপায়কে করণ কারক বলা হয়। করণ শব্দের অর্থই হলো যন্ত্র বা সহায়ক।
জব সলুশন