বিভক্তি কত প্রকার?
ক) ৫ প্রকার
খ) ২ প্রকার
গ) ৭ প্রকার
ঘ) ৩ প্রকার
বিস্তারিত ব্যাখ্যা:
সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুসারে বাংলা শব্দ বিভক্তিকে সাত ভাগে ভাগ করা হয়েছে। যথা প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত।
Related Questions
ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৫ প্রকার
ঘ) ৪ প্রকার
Note : বিভক্তি প্রধানত দুই প্রকার। যথা শব্দ বিভক্তি বা নাম বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি।
ক) কারক
খ) সন্ধি
গ) প্রকৃতি
ঘ) সমাস
Note : কারক নির্ণয় এবং বাক্যে পদের পারস্পরিক সম্পর্ক স্থাপনের জন্য বিভক্তির প্রয়োজন অপরিহার্য। সন্ধি বা সমাসের ক্ষেত্রে বিভক্তি মুখ্য নয়।
ক) কারক
খ) বিভক্তি
গ) সমাস
ঘ) সম্বদ্ধ পদ
Note : বাক্যে ব্যবহৃত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্ক স্থাপনের জন্য শব্দের শেষে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয় তাকে বিভক্তি বলে।
ক) চার প্রকার
খ) পাঁচ প্রকার
গ) ছয় প্রকার
ঘ) সাত প্রকার
Note : বাংলা ব্যাকরণ অনুযায়ী কারক ছয় প্রকার। এগুলো হলো কর্তৃকারক কর্মকারক করণ কারক সম্প্রদান কারক অপাদান কারক এবং অধিকরণ কারক।
ক) বিশেষণ পদের
খ) অব্যয় পদের
গ) নাম পদের
ঘ) ক্রিয়া বিশেষণ পদের
Note : কারক প্রধানত ক্রিয়ার সাথে নাম পদ বা বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশ করে। বিশেষণ বা অব্যয় পদের সাথে ক্রিয়ার সরাসরি কারক সম্পর্ক হয় না।
ক) বিভক্তি
খ) কারক
গ) প্রত্যয়
ঘ) অনুসর্গ
Note : বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। অন্যদিকে বিভক্তি হলো শব্দকে পদে রূপান্তরের মাধ্যম।
জব সলুশন