কারক কত প্রকার?
ক) চার প্রকার
খ) পাঁচ প্রকার
গ) ছয় প্রকার
ঘ) সাত প্রকার
বিস্তারিত ব্যাখ্যা:
বাংলা ব্যাকরণ অনুযায়ী কারক ছয় প্রকার। এগুলো হলো কর্তৃকারক কর্মকারক করণ কারক সম্প্রদান কারক অপাদান কারক এবং অধিকরণ কারক।
Related Questions
ক) বিশেষণ পদের
খ) অব্যয় পদের
গ) নাম পদের
ঘ) ক্রিয়া বিশেষণ পদের
Note : কারক প্রধানত ক্রিয়ার সাথে নাম পদ বা বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশ করে। বিশেষণ বা অব্যয় পদের সাথে ক্রিয়ার সরাসরি কারক সম্পর্ক হয় না।
ক) বিভক্তি
খ) কারক
গ) প্রত্যয়
ঘ) অনুসর্গ
Note : বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। অন্যদিকে বিভক্তি হলো শব্দকে পদে রূপান্তরের মাধ্যম।
ক) কৃ + ণক
খ) কৃ + অক
গ) ক + আরক
ঘ) কার + অক
Note : সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী কৃ ধাতুর সাথে ণক প্রত্যয় যুক্ত হয়ে কারক শব্দটি গঠিত হয়েছে। বাংলায় উচ্চারণ অক হলেও ব্যুৎপত্তিগতভাবে কৃ যোগ ণক সঠিক।
ক) যা পদকে সম্পাদন করে
খ) যা সমাস সম্পাদন করে
গ) যা ক্রিয়া সম্পাদন করে
ঘ) যা পদ ও সমাসকে সম্পাদন করে
Note : কারক শব্দের আক্ষরিক অর্থ হলো যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককেই ব্যাকরণে কারক বলা হয়।
ক) বাহাদুরি
খ) লাপাত্তা
গ) গরমিল
ঘ) বেহায়া
Note : 'বাহাদুরি' = বাহাদুর + ই। এটি প্রত্যয়যোগে গঠিত। অন্যগুলো উপসর্গযোগে।
ক) জৌলুস
খ) চালবাজ
গ) পেনাল্টি
ঘ) বড়াই
Note : 'চালবাজ' এ 'বাজ' বিদেশি প্রত্যয়।
জব সলুশন