মা-বাবার সেবা কর। এটি কী ধরনের বাক্য?
ক) নির্দেশক
খ) অনুজ্ঞাসূচক
গ) ইচ্ছাসূচক
ঘ) অস্তিবাচক
বিস্তারিত ব্যাখ্যা:
এটি একটি উপদেশমূলক বাক্য যা অনুজ্ঞাসূচক শ্রেণীর অন্তর্ভুক্ত।
Related Questions
ক) ইচ্ছাবোধক
খ) নির্দেশাত্মক
গ) বিস্ময়বোধক
ঘ) অনুজ্ঞাবাচক
Note : চেষ্টা কর - এটি একটি উপদেশ বা আদেশ তাই এটি অনুজ্ঞাবাচক বাক্য।
ক) বিবৃতিমূলক
খ) বিস্ময়সূচক
গ) অনুজ্ঞাবাচক
ঘ) অস্তিবাচক
Note : বসে থাকো একটি আদেশ বা নির্দেশ যা অনুজ্ঞাবাচক বাক্যের অন্তর্গত।
ক) অনুজ্ঞাসূচক
খ) আদেশসূচক
গ) উপদেশসূচক
ঘ) অনুরোধসূচক
Note : এটি একটি উপদেশ। আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি অনুজ্ঞাসূচক (Imperative) বাক্যের অন্তর্ভুক্ত। তাই এটি মূলত অনুজ্ঞাসূচক।
ক) উত্তম পুরুষ
খ) মধ্যম পুরুষ
গ) নাম পুরুষ
ঘ) প্রথম পুরুষ
Note :
উত্তম পুরুষের অনুজ্ঞা পদ হয় না।
উত্তম পুরুষ: বক্তা নিজের নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করেন তাকেই উত্তম পুরুষ বলে ।
আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই।
আমরা বিকেলবেলা মাঠে খেলা করি ।
আমাকে মা একটা কলম কিনে দিয়েছেন।
আমাদের বাড়ির সামনে একটা খেলার মাঠ আছে।
সাধারণভাবে চলিতগদ্যে উত্তম পুরুষের এই উদাহরণগুলো প্রচলিত ।
ক) নেতিবাচক বাক্য
খ) অসম্ভব বাক্য
গ) অসম বাক্য
ঘ) নির্দেশ বাক্য
Note : বাক্যটিতে নেই শব্দটি থাকায় এটি গঠনগতভাবে নেতিবাচক বাক্য।
ক) মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে
খ) মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না
গ) মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
ঘ) মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না
Note : সবাই অপছন্দ করে এর নেতিবাচক রূপ হলো কেউ পছন্দ করে না। এতে মূল ভাব বজায় থাকে।
জব সলুশন