‘এতে দোষ নেই’ বাক্যটি একটি - বাক্য।
ক) নেতিবাচক বাক্য
খ) অসম্ভব বাক্য
গ) অসম বাক্য
ঘ) নির্দেশ বাক্য
বিস্তারিত ব্যাখ্যা:
বাক্যটিতে নেই শব্দটি থাকায় এটি গঠনগতভাবে নেতিবাচক বাক্য।
Related Questions
ক) মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে
খ) মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না
গ) মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
ঘ) মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না
Note : সবাই অপছন্দ করে এর নেতিবাচক রূপ হলো কেউ পছন্দ করে না। এতে মূল ভাব বজায় থাকে।
ক) হৈম তাহার অর্থ বুঝিতে বার্হ হইল
খ) হৈম তাহার অর্থ বুঝিল না
গ) হৈম কি তাহার অর্থ বুঝিল না?
ঘ) হৈম তাহার অর্থ বুঝিল!
Note : খ অপশনে সরাসরি না শব্দটি ক্রিয়ার শেষে যুক্ত হয়ে নেতিবাচক অর্থ প্রকাশ করেছে।
ক) তাদের ভুলটা ভাঙতে দেরি হয়
খ) অচিরেই তাদের ভুল ভাঙে
গ) তাদের ভুলটা দেরিতে ভাঙে
ঘ) তাদের ভুলটা ভাঙতে অনেক দেরি হয়
Note : দেরি হয় না মানে হলো তাড়াতাড়ি বা অচিরেই হয়। তাই অচিরেই তাদের ভুল ভাঙে সঠিক অস্তিবাচক রূপ।
ক) তুই যেতে পারবি
খ) তুই না যেয়ে পারবি না
গ) তোকে থাকতে হবে
ঘ) তোকে যাইতেই হবে
Note : যেতে পারবি না এর অর্থ হলো তোকে অবস্থান করতে হবে বা থাকতে হবে। এটি অর্থ অপরিবর্তিত রেখে অস্তিবাচক রূপ।
ক) আপনি আমায় অবিশ্বাস করেছেন
খ) আমি অন্য ঘরে যাব না
গ) সে কিছুতেই সন্তুষ্ট নয়
ঘ) এবারের বেশি ফোন করিনি
Note : ক অপশনে কোনো না-বোধক শব্দ নেই তাই এটি অস্তিবাচক। বাকি সবগুলোতে না/নি/নয় আছে।
ক) প্রিয়ংবদা যথার্থ কহে নাই
খ) প্রিয়ংবদা অযথার্থ কহিয়াছে
গ) প্রিয়ংবদা অযথার্থ কহে নাই
ঘ) প্রিয়ংবদা বলে নাই
Note : যথার্থ কহিয়াছে এর অর্থ ঠিক রেখে নেতিবাচক করতে হলে বলতে হবে অযথার্থ (ভুল) কহে নাই।
জব সলুশন