‘তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না’ নেতিবাচক বাক্যটির অস্তিবাচক রূপ-

ক) তাদের ভুলটা ভাঙতে দেরি হয়
খ) অচিরেই তাদের ভুল ভাঙে
গ) তাদের ভুলটা দেরিতে ভাঙে
ঘ) তাদের ভুলটা ভাঙতে অনেক দেরি হয়
বিস্তারিত ব্যাখ্যা:
দেরি হয় না মানে হলো তাড়াতাড়ি বা অচিরেই হয়। তাই অচিরেই তাদের ভুল ভাঙে সঠিক অস্তিবাচক রূপ।

Related Questions

ক) তুই যেতে পারবি
খ) তুই না যেয়ে পারবি না
গ) তোকে থাকতে হবে
ঘ) তোকে যাইতেই হবে
Note : যেতে পারবি না এর অর্থ হলো তোকে অবস্থান করতে হবে বা থাকতে হবে। এটি অর্থ অপরিবর্তিত রেখে অস্তিবাচক রূপ।
ক) আপনি আমায় অবিশ্বাস করেছেন
খ) আমি অন্য ঘরে যাব না
গ) সে কিছুতেই সন্তুষ্ট নয়
ঘ) এবারের বেশি ফোন করিনি
Note : ক অপশনে কোনো না-বোধক শব্দ নেই তাই এটি অস্তিবাচক। বাকি সবগুলোতে না/নি/নয় আছে।
ক) প্রিয়ংবদা যথার্থ কহে নাই
খ) প্রিয়ংবদা অযথার্থ কহিয়াছে
গ) প্রিয়ংবদা অযথার্থ কহে নাই
ঘ) প্রিয়ংবদা বলে নাই
Note : যথার্থ কহিয়াছে এর অর্থ ঠিক রেখে নেতিবাচক করতে হলে বলতে হবে অযথার্থ (ভুল) কহে নাই।
ক) অস্তিবাচক বাক্য
খ) নেতিবাচক বাক্য
গ) সমার্থক বাক্য
ঘ) কোনোটিই নয়
Note : বাক্যটিতে কোনো না-বোধক শব্দ নেই তাই এটি অস্তিবাচক বা Affirmative বাক্য।
ক) তাতে সমাজজীবন চলে
খ) তাতে না সমাজজীবন চলে
গ) তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে
ঘ) তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে
Note : চলে না এর অস্তিবাচক বা হা-বোধক রূপ হলো অচল হয়ে পড়ে। এতে অর্থের পরিবর্তন হয় না।
ক) শূন্যস্থান
খ) নির্জন জায়গা
গ) নির্বান্ধব স্থান
ঘ) অনুপস্থিত
Note : সেখানে কেউ নেই মানে জায়গাটি জনমানবহীন বা নির্জন। তাই অস্তিবাচক রূপ হলো নির্জন জায়গা (যদিও এটি পূর্ণ বাক্য নয় তবে ভাব প্রকাশ করে)।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন