‘সেখানে কেউ নেই’ - বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি?
ক) শূন্যস্থান
খ) নির্জন জায়গা
গ) নির্বান্ধব স্থান
ঘ) অনুপস্থিত
বিস্তারিত ব্যাখ্যা:
সেখানে কেউ নেই মানে জায়গাটি জনমানবহীন বা নির্জন। তাই অস্তিবাচক রূপ হলো নির্জন জায়গা (যদিও এটি পূর্ণ বাক্য নয় তবে ভাব প্রকাশ করে)।
Related Questions
ক) তবু না বলা কথাটি সবাই মেনে নেয় না
খ) তবু না বলা কথাটি সবাই না নিয়ে পারে না
গ) তবু না বলা কথাটি সবার না মানার উপায় থাকে না
ঘ) তবু না বলা কথাটি সবার মানতে হয়
Note : অর্থ ঠিক রেখে নেতিবাচক করতে হলে মেনে নেয় এর বিপরীত না নিয়ে পারে না ব্যবহার করতে হবে।
ক) পৃথিবী চিরস্থায়ী নয়
খ) কথাটা না মেনে উপায় নেই
গ) ওকে চেনাই যায় না
ঘ) জায়গাটা নির্জন
Note : অস্তিবাচক বা affirmative বাক্যে না-বোধক শব্দ থাকে না। জায়গাটা নির্জন মানে সেখানে কেউ নেই (নেতিবাচক অর্থ) কিন্তু বাক্যটিতে না/নি শব্দ নেই এবং এটি ইতিবাচক ভঙ্গি প্রকাশ করছে।
ক) অনুজ্ঞাবাচক
খ) নির্দেশাত্মক
গ) বিস্ময়বোধক
ঘ) প্রশ্নবোধক
Note : এটি একটি সাধারণ বর্ণনা বা বিবৃতি। ব্যাকরণের পরিভাষায় বিবৃতিমূলক বাক্যকে নির্দেশাত্মক বা বর্ণনামূলক বলা হয়।
ক) লোকটি গরিব কিন্তু কৃপণ নয়
খ) এরা কি অন্য জাতের মানুষ নয়
গ) এখান থেকে যাও
ঘ) কী দুষ্টু ছেলেগুলো
ক) তোমার মঙ্গল হোক
খ) তোমার আজ কি পরীক্ষা?
গ) সে ঢাকা যাবে না
ঘ) তাজ্জব ব্যাপার!
Note : সে ঢাকা যাবে না - এটি একটি সাধারণ তথ্য প্রদান করছে (নেতিবাচক বিবৃতি)। তাই এটি বিবৃতিমূলক বাক্য।
ক) ছয়
খ) পাঁচ
গ) চার
ঘ) তিন
Note : অর্থানুসারে বাক্যকে সাধারণত পাঁচ ভাগে ভাগ করা হয়: বিবৃতিমূলক প্রশ্নবোধক অনুজ্ঞাসূচক ইচ্ছাসূচক এবং আবেগ বা বিস্ময়সূচক বাক্য।
জব সলুশন