‘এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো’ - এ বাক্য কোন ধরনের?

ক) অনুজ্ঞাবাচক
খ) নির্দেশাত্মক
গ) বিস্ময়বোধক
ঘ) প্রশ্নবোধক
বিস্তারিত ব্যাখ্যা:
এটি একটি সাধারণ বর্ণনা বা বিবৃতি। ব্যাকরণের পরিভাষায় বিবৃতিমূলক বাক্যকে নির্দেশাত্মক বা বর্ণনামূলক বলা হয়।

Related Questions

ক) লোকটি গরিব কিন্তু কৃপণ নয়
খ) এরা কি অন্য জাতের মানুষ নয়
গ) এখান থেকে যাও
ঘ) কী দুষ্টু ছেলেগুলো
ক) তোমার মঙ্গল হোক
খ) তোমার আজ কি পরীক্ষা?
গ) সে ঢাকা যাবে না
ঘ) তাজ্জব ব্যাপার!
Note : সে ঢাকা যাবে না - এটি একটি সাধারণ তথ্য প্রদান করছে (নেতিবাচক বিবৃতি)। তাই এটি বিবৃতিমূলক বাক্য।
ক) ছয়
খ) পাঁচ
গ) চার
ঘ) তিন
Note : অর্থানুসারে বাক্যকে সাধারণত পাঁচ ভাগে ভাগ করা হয়: বিবৃতিমূলক প্রশ্নবোধক অনুজ্ঞাসূচক ইচ্ছাসূচক এবং আবেগ বা বিস্ময়সূচক বাক্য।
ক) যারা অসহায় তাদের পাশে দাঁড়াও
খ) কিছু লোক আছে অসহায় তাদের পাশে দাঁড়াও
গ) পাশে দাঁড়াতে হবে যারা কিনা অসহায়
ঘ) অসহায়ের পাশে দাঁড়াবে এবং সাহায্য করবে
Note : মূল বাক্যটি অনুজ্ঞাসূচক। যৌগিক করতে হলে দুটি অংশে ভাগ করতে হবে। কিছু লোক আছে অসহায় (১ম অংশ) + তাদের পাশে দাঁড়াও (২য় অংশ) - এটি যৌগিক গঠন।
ক) লেখাপড়া কর তাহলে গাড়িঘোড়ায় চড়তে পারবে
খ) লেখাপড়া করে গাড়িঘোড়ায় চড়তে পারবে
গ) লেখাপড়া করে যেই গাড়িঘোড়া চড়ে সেই
ঘ) গাড়িঘোড়ায় চড়ার জন্য প্রয়োজন লেখাপড়া
Note : সরল বাক্যটিকে যৌগিক করতে হলে দুটি স্বাধীন বাক্যে ভাগ করতে হবে এবং যোজক যোগ করতে হবে। লেখাপড়া কর এবং তাহলে গাড়ি চড়তে পারবে - এটি সঠিক যৌগিক রূপ।
ক) নিয়মিত পড়াশোনা করার কারণেই হাসান পুরস্কার পায়
খ) হাসান নিয়মিত পড়াশোনা করে তাই সে পুরস্কার পায়
গ) হাসান নিয়মিত পড়াশোনা করে এবং পুরস্কার পায়
ঘ) নিয়মিত পড়াশোনা করে সেজন্য হাসান পুরস্কার পায়
Note : বাক্যটিকে সরল করতে হলে যোজক বাদ দিতে হবে। নিয়মিত পড়াশোনা করার কারণেই - এই অংশটি কারণ ও ফলাফলকে একীভূত করে সরল বাক্য গঠন করেছে।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন