আল্লাহ পাকের নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে?
ক) রোজাদার
খ) দাতা
গ) পরোপকারী
ঘ) মুত্তাকী
বিস্তারিত ব্যাখ্যা:
কোরআন অনুযায়ী আল্লাহ পাকের নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো 'মুত্তাকী' বা আল্লাহভীরু ব্যক্তি। তাকওয়া বা খোদাভীতিই সম্মানের মূল মাপকাঠি।
Related Questions
ক) জুলুমের
খ) শিরকের
গ) কুফরের
ঘ) মুনাফিকের
Note : আমানতের খিয়ানত বা বিশ্বাসঘাতকতা মুনাফিকের অন্যতম প্রধান লক্ষণ হিসেবে হাদীসে উল্লেখ করা হয়েছে।
ক) গোসল করা
খ) অজু করা
গ) কুলি করা
ঘ) টুপি মাথায় দেয়ান
Note : নামাজের অন্যতম পূর্বশর্ত হলো অজু করা। অজু ব্যতীত নামাজ আদায় করা যায় না। গোসল ফরয হলে করা আবশ্যক তবে সব নামাজের জন্য নয়।
ক) যে নিজের দোষ গোপন রাখে
খ) যে অপরের দোষ গোপন রাখে
গ) যে অপরের দোষ প্রকাশ করে
ঘ) কোনটিই নয়
Note : হাদীস অনুযায়ী যে ব্যক্তি দুনিয়ায় অপরের দোষ-ত্রুটি গোপন রাখে আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তার দোষ-ত্রুটি গোপন রাখবেন। এটি ক্ষমা ও সহানুভূতির শিক্ষা দেয়।
ক) খদিজা
খ) কাসওয়া
গ) মাইসারা
ঘ) ইয়াসরিয়া
Note : মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর বিখ্যাত উটুনীর নাম ছিল 'কাসওয়া'। এই উটুনীর মাধ্যমেই তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন।
ক) হাজ্জাজ বিন ইউসুফ
খ) হযরত মুয়াবিয়া (রাঃ)
গ) যায়েদ বিন হারেসা (রাঃ)
ঘ) হযরত আলী (রাঃ)
Note : পবিত্র কোরআনের সহজ পাঠ নিশ্চিত করার জন্য হরকত (যের যবর পেশ) সংযোজনের কাজটি হাজ্জাজ বিন ইউসুফ এর নির্দেশে পরিচালিত হয়।
ক) বুখারী শরীফ
খ) তিরমিযী শরীফ
গ) মুয়াত্তা
ঘ) নাসায়ী
Note : ইমাম মালিক (রহ.) কর্তৃক সংকলিত 'মুয়াত্তা' হলো ইসলামের প্রথম দিকের এবং অন্যতম গুরুত্বপূর্ণ হাদীস সংকলন গ্রন্থ।
জব সলুশন