নামাজের পূর্বশর্ত কি?
ক) গোসল করা
খ) অজু করা
গ) কুলি করা
ঘ) টুপি মাথায় দেয়ান
বিস্তারিত ব্যাখ্যা:
নামাজের অন্যতম পূর্বশর্ত হলো অজু করা। অজু ব্যতীত নামাজ আদায় করা যায় না। গোসল ফরয হলে করা আবশ্যক তবে সব নামাজের জন্য নয়।
Related Questions
ক) যে নিজের দোষ গোপন রাখে
খ) যে অপরের দোষ গোপন রাখে
গ) যে অপরের দোষ প্রকাশ করে
ঘ) কোনটিই নয়
Note : হাদীস অনুযায়ী যে ব্যক্তি দুনিয়ায় অপরের দোষ-ত্রুটি গোপন রাখে আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তার দোষ-ত্রুটি গোপন রাখবেন। এটি ক্ষমা ও সহানুভূতির শিক্ষা দেয়।
ক) খদিজা
খ) কাসওয়া
গ) মাইসারা
ঘ) ইয়াসরিয়া
Note : মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর বিখ্যাত উটুনীর নাম ছিল 'কাসওয়া'। এই উটুনীর মাধ্যমেই তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন।
ক) হাজ্জাজ বিন ইউসুফ
খ) হযরত মুয়াবিয়া (রাঃ)
গ) যায়েদ বিন হারেসা (রাঃ)
ঘ) হযরত আলী (রাঃ)
Note : পবিত্র কোরআনের সহজ পাঠ নিশ্চিত করার জন্য হরকত (যের যবর পেশ) সংযোজনের কাজটি হাজ্জাজ বিন ইউসুফ এর নির্দেশে পরিচালিত হয়।
ক) বুখারী শরীফ
খ) তিরমিযী শরীফ
গ) মুয়াত্তা
ঘ) নাসায়ী
Note : ইমাম মালিক (রহ.) কর্তৃক সংকলিত 'মুয়াত্তা' হলো ইসলামের প্রথম দিকের এবং অন্যতম গুরুত্বপূর্ণ হাদীস সংকলন গ্রন্থ।
ক) ফরজ
খ) হারাম
গ) নফল
ঘ) মুবাহ
Note : হালাল রুজি অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ বা অবশ্যকরণীয়। এটি ইসলামী অর্থনীতির একটি মৌলিক নীতি।
ক) রাবী
খ) সনদ
গ) নফল
ঘ) মুজাব
Note : হাদীসের বর্ণনা পরম্পরাকে 'সনদ' বলা হয়। সনদ হলো হাদীসের মূল পাঠ বা মতন পর্যন্ত পৌঁছানোর বর্ণনাকারীদের ধারাবাহিক তালিকা। রাবী হলো বর্ণনাকারী।
জব সলুশন