Fill in the blanks with appropriate works. 'Selina knocked it the park with her performance in culinary art-

ক) ouside
খ) out of
গ) inside
ঘ) off
বিস্তারিত ব্যাখ্যা:
বাক্যটি একটি সঠিক বাগধারা দিয়ে পূরণ করতে হবে। "Knock it out of the park" একটি বাগধারা যার অর্থ হলো অত্যন্ত সফল হওয়া বা কোনো কাজ অসাধারণভাবে সম্পন্ন করা। তাই শূন্যস্থানে 'out of' বসবে।

Related Questions

ক) {}
খ) {a b}
গ) {0}
ঘ) {-a ,-b}
Note : সেট তত্ত্বে N - M বলতে N সেটের সেই উপাদানগুলোকে বোঝায় যা M সেটে নেই। এখানে N = {১, ২} এবং M = {a, b,১, ২}। N এর উভয় উপাদান ১ ও ২ M সেটেও বিদ্যমান। সুতরাং N সেটের এমন কোনো উপাদান নেই যা M সেটে নেই। তাই N - M = {} (ফাঁকা সেট) হবে।
ক) Claire Clairmont
খ) Marry Wollstonecraft
গ) Mary Wollsctonecraft Godwin
ঘ) Mary Shelley
Note :

"A Vindication of the Rights of Woman" (1792) রচনা করেন Mary Wollstonecraft. এটিকে নারীবাদী দর্শনের প্রাচীনতম রচনাগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। তিনি নারীদের শিক্ষার সমান অধিকারের পক্ষে যুক্তি দেন। তিনি বলেন, সমাজে নারীদের কেবল সৌন্দর্য বা আবেগের প্রতীক হিসেবে দেখা উচিত নয়- বরং তাদের বুদ্ধি ও যুক্তিবাদিতা বিকাশের সুযোগ দিতে হবে।

Mary Wollstonecraft Godwin: তিনি ছিলেন Marry Wollstonecraft এর কন্যা, যিনি পরবর্তীতে বিখ্যাত হন Mary Shelley নামে (the author of Frankenstein)

Claire Clairmont : মেরি শেলির একজন ঘনিষ্ঠ বন্ধু।

ক) 4
খ) 8
গ) 16
ঘ) 2
Note : যদি বড় গোলকের ব্যাসার্ধ R হয়, তার আয়তন V_বড় = (৪/৩)πR^৩। ছোট গোলকের ব্যাসার্ধ বড় গোলকের অর্ধেক, অর্থাৎ r = R/২। একটি ছোট গোলকের আয়তন V_ছোট = (৪/৩)πr^৩ = (৪/৩)π(R/২)^৩ = (৪/৩)π(R^৩/৮) = (১/৮) * [(৪/৩)πR^৩] = (১/৮)V_বড়। অর্থাৎ, একটি বড় গোলক থেকে ৮টি ছোট গোলক তৈরি করা সম্ভব।
ক) গালফ অফ গিনি
খ) ফেঞ্চ পলিনেশিয়া
গ) দক্ষিণ আফ্রিকা
ঘ) পশ্চিম আফ্রিকা
Note : কেপ ভার্দে (Cape Verde) দ্বীপ রাষ্ট্রটি পশ্চিম আফ্রিকার (West Africa) উপকূলে, আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এটি একটি দ্বীপপুঞ্জ দেশ।
ক) নাগাল্যান্ড
খ) মিজোরাম
গ) মেঘালয়
ঘ) আসাম
Note : ভারতের নাগাল্যান্ড রাজ্যের সাথে বাংলাদেশের কোনো ভূমি সীমানা নেই। বাংলাদেশের সাথে ভূমি সীমানা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যের।
ক) রসায়ন
খ) পদার্থ বিজ্ঞান
গ) অর্থনীতি
ঘ) ইসলামী শিক্ষা
Note : ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং তমুদ্দুন মজলিস এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান (Physics) বিভাগের শিক্ষক ছিলেন।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন