Demographic Dividend বলতে কী বুঝায়?

ক) শিশু মৃত্যুহার হ্রাস
খ) জন্মহার শূন্যের কোটায় আনা
গ) জনসংখ্যার অধিকাংশ বেকার
ঘ) কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি
বিস্তারিত ব্যাখ্যা:
ডেমোগ্রাফিক ডিভিডেন্ড (Demographic Dividend) বলতে একটি দেশের জনসংখ্যার কর্মক্ষম বয়স গোষ্ঠীর (সাধারণত ১৫-৬৪ বছর) অনুপাত বৃদ্ধিকে বোঝায়, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি করে। এটি জনসংখ্যার বয়সভিত্তিক কাঠামোর অনুকূল পরিবর্তনের কারণে ঘটে থাকে।

Related Questions

ক) বুলগেরিয়া
খ) হাঙ্গেরি
গ) পোল্যান্ড
ঘ) সুইজারল্যান্ড
Note : সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের (EU) সদস্য নয়। যদিও সুইজারল্যান্ড ইইউ-এর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে, এটি একটি নিরপেক্ষ দেশ হিসেবে ইইউ এর বাইরে থাকতে পছন্দ করে। বুলগেরিয়া, হাঙ্গেরি এবং পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র।
ক) Conscintious
খ) Consientious
গ) Concientious
ঘ) Conscientious
Note : প্রদত্ত শব্দগুলোর মধ্যে 'Conscientious' বানানটি সঠিক। এই শব্দটির অর্থ হলো বিবেকবান বা কর্তব্যপরায়ণ।
ক) হ্যারি এস. ট্রুম্যান
খ) ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
গ) রিচার্ড নিক্সন
ঘ) জর্জ ডাব্লিউ বুশ
Note : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান (Harry S. Truman) জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন। তার নির্দেশে ১৯৪৫ সালের আগস্ট মাসে হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলা হয়।
ক) সিলেট
খ) চট্টগ্রাম
গ) মৌলভীবাজার
ঘ) পঞ্চগড়
Note : বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান মৌলভীবাজার জেলায় অবস্থিত। এটি বাংলাদেশের চা শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল।
ক) 5
খ) 6
গ) 7
ঘ) 8
Note : সবচেয়ে খারাপ পরিস্থিতিতে, আপনি প্রথমে বাক্স থেকে সবগুলো অ-লাল বল উঠিয়ে ফেলবেন। অ-লাল বল আছে ৩টি নীল + ২টি হলুদ + ১টি সবুজ = ৬টি। এই ৬টি বল তোলার পর, আপনি নিশ্চিত হতে পারবেন না যে লাল বল পেয়েছেন। এরপর আপনি যে বলটিই তুলুন না কেন (৭ম বল), সেটি অবশ্যই লাল হবে। তাই নিশ্চিতভাবে একটি লাল বল পেতে কমপক্ষে ৭টি বল উঠাতে হবে।
ক) 200
খ) 300
গ) 400
ঘ) 500
Note : ধরি, বইটির ক্রয়মূল্য X টাকা। ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ০.৯X টাকা। ৫% লাভে বিক্রয়মূল্য = ১.০৫X টাকা। প্রশ্ন অনুযায়ী, ০.৯X + ৬০ = ১.০৫X। এই সমীকরণটি সমাধান করলে পাই ৬০ = ১.০৫X - ০.৯X => ৬০ = ০.১৫X => X = ৬০ / ০.১৫ => X = ৪০০ টাকা। সুতরাং বইটির ক্রয়মূল্য ৪০০ টাকা।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন