একটা বাক্সে ৪ টা লাল, ৩ টা নীল, ২ টা হলুদ ও ১টা সবুজ বল আছে। কমপক্ষে কয়টা বল উঠােেল সেখানে অন্তত একটা লাল বল থাকবেই?
ক) 5
খ) 6
গ) 7
ঘ) 8
বিস্তারিত ব্যাখ্যা:
সবচেয়ে খারাপ পরিস্থিতিতে, আপনি প্রথমে বাক্স থেকে সবগুলো অ-লাল বল উঠিয়ে ফেলবেন। অ-লাল বল আছে ৩টি নীল + ২টি হলুদ + ১টি সবুজ = ৬টি। এই ৬টি বল তোলার পর, আপনি নিশ্চিত হতে পারবেন না যে লাল বল পেয়েছেন। এরপর আপনি যে বলটিই তুলুন না কেন (৭ম বল), সেটি অবশ্যই লাল হবে। তাই নিশ্চিতভাবে একটি লাল বল পেতে কমপক্ষে ৭টি বল উঠাতে হবে।
Related Questions
একটি বই 10% ক্ষতিতে বিক্রি করা হইল। বিক্রয়মূল্য 60 টাকা বেশি হলে 5% লাভ হত। বইটির ক্রয়মূল্য কত টাকা?
ক) 200
খ) 300
গ) 400
ঘ) 500
Note : ধরি, বইটির ক্রয়মূল্য X টাকা। ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ০.৯X টাকা। ৫% লাভে বিক্রয়মূল্য = ১.০৫X টাকা। প্রশ্ন অনুযায়ী, ০.৯X + ৬০ = ১.০৫X। এই সমীকরণটি সমাধান করলে পাই ৬০ = ১.০৫X - ০.৯X => ৬০ = ০.১৫X => X = ৬০ / ০.১৫ => X = ৪০০ টাকা। সুতরাং বইটির ক্রয়মূল্য ৪০০ টাকা।
ক) Parliament
খ) National Parliament
গ) Legislature
ঘ) The House of the Nation
Note : বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজী নাম হলো "The House of the Nation"। এটি বাংলাদেশের আইন প্রণয়নকারী সর্বোচ্চ সংস্থা।
ক) প্যারিস চুক্তি
খ) ভার্সাই চুক্তি
গ) জেনেভা চুক্তি
ঘ) রোম চুক্তি
Note : প্রথম বিশ্বযুদ্ধ ভার্সাই চুক্তির (Treaty of Versailles) মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। ১৯১৯ সালের ২৮শে জুন ফ্রান্সের ভার্সাই প্রাসাদে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
ক) ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী
খ) ফ্রান্সে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত
গ) যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান
ঘ) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
Note : লর্ড কর্ণওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি এই যুদ্ধে ব্রিটিশ সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন।
ক) Ellise Bellet
খ) Ellis Belle
গ) Ellis Bell
ঘ) Una Elis
Note : Wuthering Heights' উপন্যাসটি এমিলি ব্রন্টে (Emily Brontë) লিখেছেন। তিনি 'Ellis Bell' ছদ্মনামে এটি প্রকাশ করেছিলেন।
ক) মিশর
খ) গ্রীস
গ) চীন
ঘ) রোম
Note : সিভিল সার্ভিসের ধারণা প্রাচীনকালে প্রথম চীনে উদ্ভূত হয়। হান রাজবংশের সময় চীনে মেধাভিত্তিক পরীক্ষা পদ্ধতির মাধ্যমে সরকারি কর্মকর্তাদের নিয়োগের প্রচলন ছিল , যা আধুনিক সিভিল সার্ভিসের ভিত্তি স্থাপন করে।
জব সলুশন