ভাষা-পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবারভুক্ত?
ক) ইন্দো-আর্য
খ) দ্রাবিড়
গ) অস্ট্রিক-অস্ট্রো এসিয়াটিক (মুন্ডা)
ঘ) তিব্বত-বর্মী
বিস্তারিত ব্যাখ্যা:
সাঁওতাল জনগোষ্ঠীর ভাষা সাঁওতালি 'অস্ট্রিক-অস্ট্রো এসিয়াটিক' ভাষা পরিবারের 'মুন্ডা' শাখার অন্তর্ভুক্ত। এটি ইন্দো-আর্য , দ্রাবিড় বা তিব্বত-বর্মী ভাষা পরিবার থেকে সম্পূর্ণ ভিন্ন।
Related Questions
ক) তিনি কথা না শুনে ঘুমাতে পারলেন না
খ) তিনি কথা না শুনে ঘুমাতে পারলেন
গ) তিনি জেগে রইলেন কথা না শুনে
ঘ) তিনি কথা শুনে জেগে রইলেন।
Note : তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না' এটি একটি নেতিবাচক বাক্য যার অর্থ তিনি ঘুমাতে ব্যর্থ হলেন। এর অস্তিবাচক রূপ বা ইতিবাচক বাক্য যা একই অর্থ প্রকাশ করে তা হলো 'তিনি কথা শুনে জেগে রইলেন'। 'ঘুমাতে না পারা' এবং 'জেগে থাকা' সমার্থক ভাব প্রকাশ করে।
ক) হরফের ছড়া
খ) বর্ণশিক্ষা
গ) বর্ণপরিচয়
ঘ) সহজ ছড়া
Note : হরফের ছড়া' কাব্যগ্রন্থটি বিশিষ্ট কবি ফররুখ আহমদের একটি উল্লেখযোগ্য রচনা। 'বর্ণশিক্ষা' ও 'বর্ণপরিচয়' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা প্রাথমিক শিক্ষামূলক গ্রন্থ।
ক) অক্ষর
খ) রূপমূল
গ) শব্দ
ঘ) বর্গ
Note : ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক হলো 'রূপমূল' যা Morpheme নামে পরিচিত। একটি রূপমূল এক বা একাধিক ধ্বনি দ্বারা গঠিত হতে পারে এবং এর নিজস্ব একটি অর্থ বা ব্যাকরণিক কাজ থাকে। 'শব্দ' একটি অর্থপূর্ণ একক হলেও তা একাধিক রূপমূলের সমন্বয়ে গঠিত হতে পারে; 'অক্ষর' ধ্বনিগত একক।
ক) উপসর্গ
খ) প্রত্যয়
গ) ধাতু
ঘ) বলক
Note : পরিবার থেকেই' বাক্যে 'থেকে' এর সাথে যুক্ত 'ই' একটি অবধারণবাচক অব্যয়। ব্যাকরণে এমন অব্যয় যা কোনো বিষয় বা শব্দের উপর জোর বা নিশ্চয়তা বোঝাতে ব্যবহৃত হয় তাকে 'বলক' বা 'নিপাত' বলা হয়। এটি উপসর্গ , প্রত্যয় বা ধাতু নয়।
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 5
Note : প্রখ্যাত গবেষক আহমদ শরীফের মতে, মধ্যযুগের বাংলা সাহিত্যে চণ্ডীদাস নামে তিনজন কবি ছিলেন; তাঁরা হলেন বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস এবং দীন চণ্ডীদাস।
ক) স্বীয়-এর অধীন
খ) সত্ত্বার অধীন
গ) স্ব-এর অধীন
ঘ) স্বত্তের- অধীন
Note : স্বাধীন' শব্দটি 'স্ব-এর অধীন' এই ব্যাসবাক্যের মাধ্যমে গঠিত হয়েছে যা 'ষষ্ঠী তৎপুরুষ সমাস' এর উদাহরণ। 'স্ব' মানে নিজ বা আত্ম এবং 'অধীন' মানে আয়ত্তাধীন বা বশবর্তী।
জব সলুশন