ফররুখ আহমদের গ্রন্থ কোনটি?

ক) হরফের ছড়া
খ) বর্ণশিক্ষা
গ) বর্ণপরিচয়
ঘ) সহজ ছড়া
বিস্তারিত ব্যাখ্যা:
হরফের ছড়া' কাব্যগ্রন্থটি বিশিষ্ট কবি ফররুখ আহমদের একটি উল্লেখযোগ্য রচনা। 'বর্ণশিক্ষা' ও 'বর্ণপরিচয়' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা প্রাথমিক শিক্ষামূলক গ্রন্থ।

Related Questions

ক) অক্ষর
খ) রূপমূল
গ) শব্দ
ঘ) বর্গ
Note : ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক হলো 'রূপমূল' যা Morpheme নামে পরিচিত। একটি রূপমূল এক বা একাধিক ধ্বনি দ্বারা গঠিত হতে পারে এবং এর নিজস্ব একটি অর্থ বা ব্যাকরণিক কাজ থাকে। 'শব্দ' একটি অর্থপূর্ণ একক হলেও তা একাধিক রূপমূলের সমন্বয়ে গঠিত হতে পারে; 'অক্ষর' ধ্বনিগত একক।
ক) উপসর্গ
খ) প্রত্যয়
গ) ধাতু
ঘ) বলক
Note : পরিবার থেকেই' বাক্যে 'থেকে' এর সাথে যুক্ত 'ই' একটি অবধারণবাচক অব্যয়। ব্যাকরণে এমন অব্যয় যা কোনো বিষয় বা শব্দের উপর জোর বা নিশ্চয়তা বোঝাতে ব্যবহৃত হয় তাকে 'বলক' বা 'নিপাত' বলা হয়। এটি উপসর্গ , প্রত্যয় বা ধাতু নয়।
ক) 2
খ) 3
গ) 4
ঘ) 5
Note : প্রখ্যাত গবেষক আহমদ শরীফের মতে, মধ্যযুগের বাংলা সাহিত্যে চণ্ডীদাস নামে তিনজন কবি ছিলেন; তাঁরা হলেন বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস এবং দীন চণ্ডীদাস।
ক) স্বীয়-এর অধীন
খ) সত্ত্বার অধীন
গ) স্ব-এর অধীন
ঘ) স্বত্তের- অধীন
Note : স্বাধীন' শব্দটি 'স্ব-এর অধীন' এই ব্যাসবাক্যের মাধ্যমে গঠিত হয়েছে যা 'ষষ্ঠী তৎপুরুষ সমাস' এর উদাহরণ। 'স্ব' মানে নিজ বা আত্ম এবং 'অধীন' মানে আয়ত্তাধীন বা বশবর্তী।
ক) ডাক্তারখানা
খ) হাসপাতাল
গ) আকাশছোঁয়া
ঘ) গুণমান
Note :

ডাক্তারখানা (ডাক্তার+খানা), অনুগমন (অনু+√গম্+অন) ও সম্রাট (সম+√রাজ+ক্বিপ) তিনটি শব্দই প্রত্যয়যোগে গঠিত। আবার, অনুগমন (অনু+গমন) সন্ধিযোগে ও উপসর্গযোগেও গঠিত হয়। সম্রাট (সম্+রাট) সন্ধিযোগেও গঠিত হয়।

ক) জোর
খ) ঊর্ধ্ব
গ) আড়াল
ঘ) গতি
Note : উৎক্ষেপণ' (কোনো কিছু উপরে নিক্ষেপ করা বা উৎক্ষেপণ করা) শব্দটিতে 'উৎ' উপসর্গটি 'ঊর্ধ্ব' বা উপরের দিক অর্থ ধারণ করছে। 'উৎ' উপসর্গের অন্যান্য অর্থ 'উচ্চ' , 'উত্কৃষ্ট' ইত্যাদি হতে পারে; তবে 'উৎক্ষেপণ' শব্দে এটি সুস্পষ্টভাবে উপরের দিক নির্দেশ করে।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন