কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত?
ক) ডাক্তারখানা
খ) হাসপাতাল
গ) আকাশছোঁয়া
ঘ) গুণমান
বিস্তারিত ব্যাখ্যা:
ডাক্তারখানা (ডাক্তার+খানা), অনুগমন (অনু+√গম্+অন) ও সম্রাট (সম+√রাজ+ক্বিপ) তিনটি শব্দই প্রত্যয়যোগে গঠিত। আবার, অনুগমন (অনু+গমন) সন্ধিযোগে ও উপসর্গযোগেও গঠিত হয়। সম্রাট (সম্+রাট) সন্ধিযোগেও গঠিত হয়।
Related Questions
ক) জোর
খ) ঊর্ধ্ব
গ) আড়াল
ঘ) গতি
Note : উৎক্ষেপণ' (কোনো কিছু উপরে নিক্ষেপ করা বা উৎক্ষেপণ করা) শব্দটিতে 'উৎ' উপসর্গটি 'ঊর্ধ্ব' বা উপরের দিক অর্থ ধারণ করছে। 'উৎ' উপসর্গের অন্যান্য অর্থ 'উচ্চ' , 'উত্কৃষ্ট' ইত্যাদি হতে পারে; তবে 'উৎক্ষেপণ' শব্দে এটি সুস্পষ্টভাবে উপরের দিক নির্দেশ করে।
ক) একবচন বোঝাতে
খ) বহুবচন বোঝাতে
গ) একবচন ও বহুবচন উভয়ই বোঝাতে
ঘ) প্রথমটি একবচন , পরেরটি বহুবচন বোঝাতে
Note : এই বাক্যে 'শিক্ষক' এবং 'শিক্ষার্থী' উভয়ই জাতিবাচক একবচন হিসেবে ব্যবহৃত হয়েছে। এর মাধ্যমে সকল শিক্ষক এবং সকল শিক্ষার্থীকে বোঝানো হচ্ছে; অর্থাৎ এখানে শব্দ দুটি বহুবচন অর্থে প্রয়োগ করা হয়েছে।
ক) আবুল কালাম শামসুদ্দীন
খ) আবুল মনসুর আহমদ
গ) শামসুদ্দিন আবুল কালাম
ঘ) এস ওয়াজেদ আলী
Note : 'কম-দামে কেনা বেশী দামে বেচা আমাদের স্বাধীনতা' বইটি প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক আবুল মনসুর আহমদ রচনা করেছেন। এটি তাঁর একটি ব্যঙ্গাত্মক ও চিন্তামূলক প্রবন্ধ সংকলন।
ক) বানর
খ) সিংহ
গ) পশু
ঘ) বন
Note :
'মৃগয়া' শব্দের 'মৃগ' শব্দটির অর্থ হচ্ছে 'পশু'। সাধারণভাবে, 'মৃগ' বলতে বন্য পশুর একটি শ্রেণী বোঝানো হয়, যেমন হরিণ বা অন্যান্য বন্য প্রাণী। তাই, এই প্রশ্নের সঠিক উত্তর 'পশু'।
ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ) হরপ্রসাদ শাস্ত্রী
গ) রাজেন্দ্রলাল মিত্র
ঘ) সুকুমার সেন
ক) বাঁধন-হারা
খ) মৃত্যুক্ষুধা
গ) কুহেলিকা
ঘ) শিউলিমালা
Note : জাহাঙ্গীর কাজী নজরুল ইসলামের 'কুহেলিকা' উপন্যাসের একটি কেন্দ্রীয় চরিত্র। 'বাঁধন-হারা' ও 'মৃত্যুক্ষুধা' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ভিন্ন।
জব সলুশন