মধ্যযুগের কবি নন কে?

ক) জয়নন্দী
খ) বড়ু চণ্ডীদাস
গ) গোবিন্দ দাস
ঘ) জ্ঞান দাস
বিস্তারিত ব্যাখ্যা:
জয়নন্দী ছিলেন প্রাচীন যুগের কবি বিশেষ করে চর্যাপদের সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে বড়ু চণ্ডীদাস গোবিন্দ দাস ও জ্ঞান দাস বাংলা সাহিত্যের মধ্যযুগের উল্লেখযোগ্য কবি।

Related Questions

ক) নাসির উদ্দিন শাহ
খ) মুর্শিদ কুলি খান
গ) শাহ সুজা
ঘ) আলাউদ্দিন হুসেন শাহ
Note : শাহ সুজা ছিলেন বাংলার একজন প্রভাবশালী শাসক যার আমলে সংস্কৃতি ও সাহিত্যের পৃষ্ঠপোষকতা দেখা যায়। তার সময়ে স্থানীয় সাহিত্য ও সংস্কৃতির উন্নতি ঘটেছিল যা অনুবাদ সাহিত্যকেও প্রভাবিত করে থাকতে পারে।
ক) মরমীবাদ
খ) মারেফাত
গ) আধ্যাত্ম্য বিষয়ক
ঘ) প্রেম বিষয়ক
Note : বাউল গানের মূল বিশেষত্ব হলো আধ্যাত্ম্য বিষয়ক দর্শন। দেহতত্ত্ব ঈশ্বর প্রেম ও গুরুতত্ত্বের মাধ্যমে তারা জীবন ও জগতের রহস্য অন্বেষণ করেন।
ক) গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
খ) লোক সাধারণের কল্যাণে স্তুতিমূলক রচনাকে
গ) লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদিকে
ঘ) গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
Note : লোকসাহিত্য হলো লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া প্রবাদ প্রবচন ইত্যাদির সমষ্টি যা লিখিত আকারে থাকে না।
ক) ধনপতি সদাগর
খ) লাউ সেন
গ) কালকেতু
ঘ) চাঁদ সদাগর
Note : চাঁদ সদাগর মনসামঙ্গল কাব্যের একজন প্রধান চরিত্র যিনি দেবী মনসার পূজা করতে অস্বীকার করে 'দেবতা-বিরোধী' হিসেবে পরিচিতি লাভ করেন।
ক) মহুয়া
খ) মলুয়া
গ) চন্দ্রাবতী
ঘ) ভেলুয়া
Note : মহুয়া মলুয়া ও চন্দ্রাবতী ময়মনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত পালা। ভেলুয়া ময়মনসিংহ গীতিকার অংশ নয়। ময়মনসিংহ গীতিকা পূর্ববঙ্গ থেকে সংগৃহীত লোকগাথার সংকলন।
ক) মুকুন্দরাম চক্রবর্তী
খ) ভারতচন্দ্র রায় গুণাকর
গ) চন্ডীদাস
ঘ) বিদ্যাপতি
Note : ভারতচন্দ্র রায়গুণাকর মধ্যযুগের শেষ এবং অন্যতম শ্রেষ্ঠ কবি। তার 'অন্নদামঙ্গল' কাব্য অত্যন্ত বিখ্যাত এবং তার কাব্য প্রতিভার স্বাক্ষর বহন করে।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন