ময়মনসিংহ গীতিকা নয়-
ক) মহুয়া
খ) মলুয়া
গ) চন্দ্রাবতী
ঘ) ভেলুয়া
বিস্তারিত ব্যাখ্যা:
মহুয়া মলুয়া ও চন্দ্রাবতী ময়মনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত পালা। ভেলুয়া ময়মনসিংহ গীতিকার অংশ নয়। ময়মনসিংহ গীতিকা পূর্ববঙ্গ থেকে সংগৃহীত লোকগাথার সংকলন।
Related Questions
ক) মুকুন্দরাম চক্রবর্তী
খ) ভারতচন্দ্র রায় গুণাকর
গ) চন্ডীদাস
ঘ) বিদ্যাপতি
Note : ভারতচন্দ্র রায়গুণাকর মধ্যযুগের শেষ এবং অন্যতম শ্রেষ্ঠ কবি। তার 'অন্নদামঙ্গল' কাব্য অত্যন্ত বিখ্যাত এবং তার কাব্য প্রতিভার স্বাক্ষর বহন করে।
ক) সৈয়দ হামজা
খ) আবদুল হাকিম
গ) ভারতচন্দ্র
ঘ) দৌলত কাজী
Note : সৈয়দ হামজা পুঁথি সাহিত্যের একজন উল্লেখযোগ্য লেখক। তার বিখ্যাত রচনাগুলির মধ্যে 'মধুমালতী' ও 'আমীর হামজা' অন্যতম।
ক) মহুয়া
খ) মলুয়া
গ) দেওয়ানা মদিনা
ঘ) কাজল রেখা
Note : ময়মনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত 'মহুয়া' পালায় নদেরচাঁদ হলেন প্রধান পুরুষ চরিত্র। মহুয়া ও নদেরচাঁদের প্রেমকাহিনী এই গীতিকার মূল বিষয়বস্তু।
ক) নলিনীকান্ত ভট্টশালী
খ) কাশীরাম দাস
গ) মালাধর বসু
ঘ) কৃত্তিবাস ওঝা
Note : কৃত্তিবাস ওঝা পঞ্চদশ শতকে সংস্কৃত রামায়ণকে বাংলা ভাষায় অনুবাদ করেন। তার অনূদিত কাব্য 'কৃত্তিবাসী রামায়ণ' নামে পরিচিত।
ক) গোঁজলা পুট [গুই]
খ) হরু ঠাকুর
গ) ভবানী ঘোষ
ঘ) নিতাই বৈরাগী
Note : গোঁজলা পুঁট হলেন কবিগানের প্রথম দিকের একজন কবি। বাংলা লোকসাহিত্যের অন্যতম এই ধারার উন্মোচনে তার ভূমিকা অনস্বীকার্য।
ক) শুন্যপুরান
খ) ডাকার্নব
গ) শ্রীকৃষ্ণকীর্তন
ঘ) গীতগোবিন্দ
Note : শ্রীকৃষ্ণকীর্তন কাব্যকে বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন হিসেবে ধরা হয় যা বড়ু চণ্ডীদাস রচনা করেন। এটি রাধা ও কৃষ্ণের প্রেমলীলা নিয়ে রচিত।
জব সলুশন