ডুমুরের ফুল' বাগধারাটির অর্থ কী?
ক) অদৃশ্য বস্তু
খ) অস্তিত্বহীন বস্তু
গ) খুব দামি বস্তু
ঘ) সহজলভ্য বস্তু
বিস্তারিত ব্যাখ্যা:
ডুমুরের ফুল' বাগধারাটির অর্থ হলো এমন জিনিস যা সচরাচর দেখা যায় না অর্থাৎ অদৃশ্য বস্তু বা দুর্লভ বস্তু।
Related Questions
ক) অলীক কল্পনা
খ) অপ্রস্তুত হয়ে পড়া
গ) অপব্যবহার
ঘ) অসম্ভব বস্তু
Note : দিবাস্বপ্ন' বাগধারাটির অর্থ হলো দিনের বেলায় দেখা স্বপ্ন যা সাধারণত অবাস্তব বা অলীক কল্পনা বোঝায়।
ক) ভিটায় ঘুঘু চরানো
খ) ভুঁইফোঁড়
গ) বিড়াল তপস্বী
ঘ) বর্ণচোরা
Note : ভুঁইফোঁড়' বাগধারাটির অর্থ হলো হঠাৎ করে আগমনকারী বা অপ্রত্যাশিতভাবে আবির্ভূত হওয়া অর্থাৎ নতুন আগমন।
ক) চশমখোর
খ) চোখের বালি
গ) চোখ পাকানো
ঘ) চোখে সরষে ফুল দেখা
Note : চোখ পাকানো' বাগধারাটির অর্থ হলো রাগ বা ক্রোধ প্রকাশ করা বা ভীতি প্রদর্শন করা অর্থাৎ রাগ দেখানো।
ক) রাজা উজিরকে মেরে ফেলা
খ) এদিক ওদিক বলা
গ) যা নয় তাই বলা
ঘ) লম্বা চওড়া কথা বলা
Note : রাজা উজির মারা' বাগধারাটির অর্থ হলো অপ্রয়োজনীয় বা অসঙ্গত বিষয়ে দীর্ঘক্ষণ ধরে বড়ো বড়ো কথা বলা বা আড্ডা দেওয়া অর্থাৎ লম্বা চওড়া কথা বলা।
ক) স্থায়ী বস্তু
খ) আশায় নৈরাশ্য
গ) অস্থায়ী বস্তু
ঘ) সর্বনাশ
Note : বালির বাঁধ' বাগধারাটির অর্থ হলো এমন কিছু যা ভঙ্গুর বা ক্ষণস্থায়ী অর্থাৎ অস্থায়ী বস্তু। বালির বাঁধ যেমন সহজে ভেঙে যায় তেমনি এটি ক্ষণস্থায়িত্ব বোঝায়।
ক) সু সময়ের বন্ধু
খ) ভণ্ড সাধু
গ) নিরেট মূর্খ
ঘ) মুখে মধু অন্তরে বিষ
Note : বক ধার্মিক' বাগধারাটির অর্থ হলো যে ব্যক্তি বাইরে ধার্মিকতার ভান করে কিন্তু আসলে অসৎ অর্থাৎ ভণ্ড সাধু।
জব সলুশন