বালির বাঁধ' বাগধারাটির অর্থ কী?
ক) স্থায়ী বস্তু
খ) আশায় নৈরাশ্য
গ) অস্থায়ী বস্তু
ঘ) সর্বনাশ
বিস্তারিত ব্যাখ্যা:
বালির বাঁধ' বাগধারাটির অর্থ হলো এমন কিছু যা ভঙ্গুর বা ক্ষণস্থায়ী অর্থাৎ অস্থায়ী বস্তু। বালির বাঁধ যেমন সহজে ভেঙে যায় তেমনি এটি ক্ষণস্থায়িত্ব বোঝায়।
Related Questions
ক) সু সময়ের বন্ধু
খ) ভণ্ড সাধু
গ) নিরেট মূর্খ
ঘ) মুখে মধু অন্তরে বিষ
Note : বক ধার্মিক' বাগধারাটির অর্থ হলো যে ব্যক্তি বাইরে ধার্মিকতার ভান করে কিন্তু আসলে অসৎ অর্থাৎ ভণ্ড সাধু।
ক) ফরাতের মত ধারাল
খ) বিপদ
গ) উভয় সংকট
ঘ) অনিষ্ট
Note : 'শাখের করাত' বাগধারাটির অর্থ হলো এমন পরিস্থিতি যেখানে উভয় দিক থেকেই বিপদ বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ উভয় সংকট।
ক) অন্তঃসারশূন্য অবস্থা
খ) একের জন্যে অন্যের চিন্তা
গ) সামান্য ব্যাপারে বৃহৎ কিছু
ঘ) দেখতে যেমন মোটা খেতেও তেমনি ভালো
Note : হায়রে আমড়া কেবল আঁটি আর চামড়া' প্রবাদটির অর্থ হলো কোনো কিছুর ভেতরে সারবস্তু বা গুণ না থাকা অর্থাৎ অন্তঃসারশূন্য অবস্থা।
ক) একমাত্র
খ) শক্রভাব
গ) চুরিতে অভ্যস্ত
ঘ) শ্রমকাতর
Note : হাতটান' বাগধারাটির অর্থ হলো চুরির অভ্যাস থাকা বা চুরিতে অভ্যস্ত।
ক) আটকপালে
খ) উড়নচন্ডী
গ) ছো-পোষা
ঘ) ভূশন্ডির কাক
Note : আটকপালে' বাগধারাটির অর্থ হলো দুর্ভাগ্য বা হতভাগ্য। 'উড়নচন্ডী' অর্থ অমিতব্যয়ী 'ছো-পোষা' অর্থ দরিদ্র বা ছোট পরিবার।
ক) কান ভাঙানো
খ) কুয়োর ব্যাঙ
গ) কিস্তিমাত করা
ঘ) কলমের এক খোঁচা
Note : 'কুয়োর ব্যাঙ' বাগধারাটির অর্থ হলো যে ব্যক্তি সীমিত জ্ঞান বা অভিজ্ঞতার অধিকারী এবং যার মন সংকীর্ণ। 'কান ভাঙানো' অর্থ কুপরামর্শ দেওয়া 'কিস্তিমাত করা' অর্থ সফল হওয়া।
জব সলুশন