হায়রে আমড়া কেবল আঁটি আর চামড়া'- প্রবাদটির অর্থ কী?
ক) অন্তঃসারশূন্য অবস্থা
খ) একের জন্যে অন্যের চিন্তা
গ) সামান্য ব্যাপারে বৃহৎ কিছু
ঘ) দেখতে যেমন মোটা খেতেও তেমনি ভালো
বিস্তারিত ব্যাখ্যা:
হায়রে আমড়া কেবল আঁটি আর চামড়া' প্রবাদটির অর্থ হলো কোনো কিছুর ভেতরে সারবস্তু বা গুণ না থাকা অর্থাৎ অন্তঃসারশূন্য অবস্থা।
Related Questions
ক) একমাত্র
খ) শক্রভাব
গ) চুরিতে অভ্যস্ত
ঘ) শ্রমকাতর
Note : হাতটান' বাগধারাটির অর্থ হলো চুরির অভ্যাস থাকা বা চুরিতে অভ্যস্ত।
ক) আটকপালে
খ) উড়নচন্ডী
গ) ছো-পোষা
ঘ) ভূশন্ডির কাক
Note : আটকপালে' বাগধারাটির অর্থ হলো দুর্ভাগ্য বা হতভাগ্য। 'উড়নচন্ডী' অর্থ অমিতব্যয়ী 'ছো-পোষা' অর্থ দরিদ্র বা ছোট পরিবার।
ক) কান ভাঙানো
খ) কুয়োর ব্যাঙ
গ) কিস্তিমাত করা
ঘ) কলমের এক খোঁচা
Note : 'কুয়োর ব্যাঙ' বাগধারাটির অর্থ হলো যে ব্যক্তি সীমিত জ্ঞান বা অভিজ্ঞতার অধিকারী এবং যার মন সংকীর্ণ। 'কান ভাঙানো' অর্থ কুপরামর্শ দেওয়া 'কিস্তিমাত করা' অর্থ সফল হওয়া।
ক) অপদার্থ
খ) মূর্খ
গ) নিরেট বোকা
ঘ) নিস্ক্রিয় দর্শক
Note : 'সাক্ষী গোপাল' বাগধারাটির অর্থ হলো যে কেবল দর্শক হিসেবে উপস্থিত থাকে কিন্তু কোনো কাজ করে না বা যার কোনো ভূমিকা নেই অর্থাৎ নিস্ক্রিয় দর্শক।
ক) গায়িকা
খ) সেবিকা
গ) বালিকা
ঘ) মলিনা
Note : মলিনা' শব্দে মূল শব্দ 'মলিন' এর সাথে 'আ' প্রত্যয় যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়েছে। 'গায়িকা' 'সেবিকা' 'বালিকা' এগুলোতে 'ইকা' প্রত্যয় যুক্ত হয়েছে।
ক) দলনেতা
খ) প্রিয়
গ) মানুষ
ঘ) টেবিল
Note : উভয়লিঙ্গ' বলতে এমন শব্দকে বোঝায় যা পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গকেই বোঝাতে পারে। 'মানুষ' শব্দটি পুরুষ বা স্ত্রী উভয়কেই বোঝাতে ব্যবহৃত হয়। 'দলনেতা' পুংলিঙ্গ 'প্রিয়' বিশেষণ এবং 'টেবিল' ক্লীব লিঙ্গ।
জব সলুশন