একটি কোম্পানি দিনে প্রথম ১০০০ টাকা বিক্রির উপর ৫% লাভ করে এবং ১০০০ টাকার অতিরিক্ত বিক্রির উপর ৪% লাভ করে। দিনে মোট ৬০০০ টাকার জিনিস বিক্রি হলে, কোম্পানি সর্বমোট কত টাকা লাভ করে?
ক) ২১০ টাকা
খ) ২২০ টাকা
গ) ২২৫ টাকা
ঘ) ২৫০ টাকা
বিস্তারিত ব্যাখ্যা:
কোম্পানি প্রথম ১০০০ টাকা বিক্রির উপর ৫% লাভ করে যা ৫০ টাকা। বাকি বিক্রয় (৬০০০ বিয়োগ ১০০০) সমান ৫০০০ টাকার উপর ৪% লাভ করে যা ২০০ টাকা। সুতরাং দিনে মোট লাভ হলো ৫০ যোগ ২০০ সমান ২৫০ টাকা।
Related Questions
ক) ১৫%
খ) ২০%
গ) ২১%
ঘ) ২৫%
Note :
ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৫ : ৬ হওয়ায় যদি ক্রয়মূল্য ৫ একক হয় তবে বিক্রয়মূল্য ৬ একক। এক্ষেত্রে লাভ হয় ৬ বিয়োগ ৫ সমান ১ একক। সুতরাং শতকরা লাভ হলো (১ ভাগ ৫) গুণ ১০০% যা ২০%।
ক) ৯৮০ টাকা
খ) ১০৪০ টাকা
গ) ১০৮০ টাকা
ঘ) ১১০০ টাকা
Note : যেহেতু ক্রয়মূল্যের ৩৫% লাভ হয় এবং মোট লাভের পরিমাণ ২৮০ টাকা তাই ক্রয়মূল্য হবে (২৮০ ভাগ ৩৫) গুণ ১০০ সমান ৮০০ টাকা। সুতরাং জিনিসটির বিক্রয়মূল্য হবে ক্রয়মূল্য যোগ লাভ অর্থাৎ ৮০০ যোগ ২৮০ সমান ১০৮০ টাকা।
ক) ২০০ টাকা
খ) ৩০০ টাকা
গ) ১৬০ টাকা
ঘ) ২২০ টাকা
Note : ধরা যাক দ্রব্যটির ক্রয়মূল্য ১০০%। ২০% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয়মূল্য হয় ৮০%। আবার ১০% লাভে বিক্রি করলে বিক্রয়মূল্য হয় ১১০%। এই দুটি বিক্রয়মূল্যের পার্থক্য হলো (১১০% বিয়োগ ৮০%) সমান ৩০%। এই ৩০% এর মূল্য ৬০ টাকা। সুতরাং ১০০% বা ক্রয়মূল্য হবে (৬০ ভাগ ৩০) গুণ ১০০ সমান ২০০ টাকা।
ক) ৩ টা
খ) ৪ টা
গ) ৫ টা
ঘ) ৬টা
Note : টাকায় ৬টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা। ২০% লাভ করতে হলে ১টি লেবুর বিক্রয়মূল্য হওয়া উচিত (১/৬) এর ১২০% যা ১/৫ টাকা। সুতরাং ১ টাকায় ৫টি লেবু বিক্রি করলে ২০% লাভ হবে।
ক) ৫০ টাকা
খ) ৫২ টাকা
গ) ৫৪ টাকা
ঘ) ৫৫ টাকা
Note : যদি ৬৫ টাকায় বিক্রি করে ৩০% লাভ হয় তার মানে ৬৫ টাকা হলো ক্রয়মূল্যের ১৩০%। সুতরাং ক্রয়মূল্য হবে (৬৫ ভাগ ১৩০%) গুণ ১০০% যা (৬৫ ভাগ ১৩০ গুণ ১০০) সমান ৫০ টাকা।
ক) ২২%
খ) ২৬%
গ) ৩০%
ঘ) ৩৬%
Note :
ধরা যাক দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা। ৪০% লাভে বিক্রি করলে বিক্রয়মূল্য হয় ১৪০ টাকা। এখন ব্যবসা গুটিয়ে ফেলার কারণে এই বর্তমান মূল্যের (১৪০ টাকা) উপর ১০% কমে জিনিস বিক্রি করলে নতুন বিক্রয়মূল্য হয় ১৪০ বিয়োগ (১৪০ এর ১০%) সমান ১২৬ টাকা। এক্ষেত্রে দোকান মালিকের মোট লাভ হলো ১২৬ বিয়োগ ১০০ সমান ২৬ টাকা বা ২৬%।
জব সলুশন