BMI এর পূর্ণরূপ-
ক) Best Medicine of Integration
খ) Ballistic Missile Initiative
গ) Body Mass Index
ঘ) Bill Measurement Index
বিস্তারিত ব্যাখ্যা:
BMI' এর পূর্ণরূপ হলো 'Body Mass Index' যা একজন ব্যক্তির ওজন তার উচ্চতার সাপেক্ষে স্বাস্থ্যকর কিনা তা পরিমাপ করতে ব্যবহৃত হয়।
Related Questions
ক) Short Message Server
খ) Short Message System
গ) Short Message service
ঘ) Short Multimedia Service
Note : 'SMS' এর পূর্ণরূপ হলো 'Short Message Service' যা মোবাইল ফোনের মাধ্যমে সংক্ষিপ্ত বার্তা আদান-প্রদানের একটি পরিষেবা।
ক) উন্মুক্ত সফটওয়্যার
খ) ডেটাবেইজ
গ) মুক্ত বিশ্বকোষ
ঘ) স্মার্ট ফোন
Note : উইকিপিডিয়া হলো একটি অনলাইন ভিত্তিক উন্মুক্ত এবং বহুভাষিক বিশ্বকোষ যেখানে যে কেউ তথ্য যোগ করতে বা সম্পাদনা করতে পারে। তাই 'মুক্ত বিশ্বকোষ' সঠিক উত্তর।
ক) ময়মনসিংহ
খ) রংপুর
গ) পার্বত্য চট্টোগ্রাম
ঘ) সিলেট
Note : 'বৈসাবি' হলো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (যেমন চাকমা মারমা ত্রিপুরা) বর্ষবরণের প্রধান উৎসব। 'বৈসাবি' নামটি 'বৈসুক' 'সাংগ্রাই' এবং 'বিজু' শব্দগুলোর আদ্যাক্ষর দিয়ে গঠিত।
শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য নীচের কোন গুচ্ছটি সর্বাধিক গুরুত্বপূর্ণ
ক) উদ্ভাবন ও বিজ্ঞান
খ) ব্যবস্থাপনা ও উন্নয়ন
গ) তথ্য যোগযোগ ও প্রযুক্তি
ঘ) পেশাগত জ্ঞান দক্ষতা ও অনুশীলন
Note : একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের পেশাগত জ্ঞান দক্ষতা ও অনুশীলন শিক্ষার্থীর সামগ্রিক বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে রয়েছে শিক্ষকের বিষয়ভিত্তিক জ্ঞান শিক্ষাদান পদ্ধতি শিশু মনস্তত্ত্ব বোঝা এবং কার্যকর শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা।
ক) ২৫
খ) ২৫.১০
গ) ২০.১০
ঘ) ২০.৫০
Note :
ঢাকা মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) উত্তরা থেকে মতিঝিল অংশের উড়াল পথের মোট দৈর্ঘ্য প্রায় ২০.১০ কিলোমিটার।
ক) স্ট্রাটোস্ফিয়ার
খ) আয়োনোস্ফিয়ার
গ) ট্রপোস্ফিয়ার
ঘ) ওজোনস্ফিয়ার
Note : পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয়। এটি সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে।
জব সলুশন