বৈসাবি’ কোন অঞ্চলের ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর উৎসব?
ক) ময়মনসিংহ
খ) রংপুর
গ) পার্বত্য চট্টোগ্রাম
ঘ) সিলেট
বিস্তারিত ব্যাখ্যা:
'বৈসাবি' হলো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (যেমন চাকমা মারমা ত্রিপুরা) বর্ষবরণের প্রধান উৎসব। 'বৈসাবি' নামটি 'বৈসুক' 'সাংগ্রাই' এবং 'বিজু' শব্দগুলোর আদ্যাক্ষর দিয়ে গঠিত।
Related Questions
শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য নীচের কোন গুচ্ছটি সর্বাধিক গুরুত্বপূর্ণ
ক) উদ্ভাবন ও বিজ্ঞান
খ) ব্যবস্থাপনা ও উন্নয়ন
গ) তথ্য যোগযোগ ও প্রযুক্তি
ঘ) পেশাগত জ্ঞান দক্ষতা ও অনুশীলন
Note : একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের পেশাগত জ্ঞান দক্ষতা ও অনুশীলন শিক্ষার্থীর সামগ্রিক বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে রয়েছে শিক্ষকের বিষয়ভিত্তিক জ্ঞান শিক্ষাদান পদ্ধতি শিশু মনস্তত্ত্ব বোঝা এবং কার্যকর শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা।
ক) ২৫
খ) ২৫.১০
গ) ২০.১০
ঘ) ২০.৫০
Note :
ঢাকা মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) উত্তরা থেকে মতিঝিল অংশের উড়াল পথের মোট দৈর্ঘ্য প্রায় ২০.১০ কিলোমিটার।
ক) স্ট্রাটোস্ফিয়ার
খ) আয়োনোস্ফিয়ার
গ) ট্রপোস্ফিয়ার
ঘ) ওজোনস্ফিয়ার
Note : পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয়। এটি সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে।
ক) General Pointing System
খ) Global Processing System
গ) Global Positioning System
ঘ) General Positioning System
Note : GPS' এর পূর্ণরূপ হলো 'Global Positioning System' যা একটি স্যাটেলাইট-ভিত্তিক দিকনির্দেশনা পদ্ধতি।
ক) কনসার্ট ১৯৭১
খ) কনসার্ট ফর বাংলাদেশ
গ) কান্ট্রি কনসার্ট
ঘ) লিবারেশন কনসার্ট
Note : ১৯৭১ সালের ১লা আগস্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জর্জ হ্যারিসন ও রবি শঙ্কর 'কনসার্ট ফর বাংলাদেশ' নামে একটি দাতব্য কনসার্টের আয়োজন করেছিলেন যার উদ্দেশ্য ছিল বাংলাদেশের শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহ ও জনমত তৈরি করা।
ক) উত্তরা গণভবন
খ) উত্তরবঙ্গ সংসদ ভবন
গ) গণভবন
ঘ) বঙ্গভবন
Note : নাটোরের ঐতিহাসিক দিঘাপতিয়ার জমিদার বাড়িটি বর্তমানে 'উত্তরা গণভবন' নামে পরিচিত এবং এটি বাংলাদেশের একটি সরকারি বাসভবন।
জব সলুশন