বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফার ২য় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?

ক) বৈদেশিক বাণিজ্য
খ) মুদ্রা বা অর্থ
গ) রাজস্ব
ঘ) কেন্দ্রীয় সরকার
বিস্তারিত ব্যাখ্যা:
ছয় দফার দ্বিতীয় দফায় কেন্দ্রীয় সরকারের ক্ষমতা সীমিত রাখার কথা বলা হয়েছিল যেখানে শুধু প্রতিরক্ষা ও বৈদেশিক নীতি কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে এবং অন্যান্য সকল বিষয় প্রাদেশিক সরকারের হাতে থাকবে। তাই এটি কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ও এখতিয়ারের সাথে সম্পর্কিত।

Related Questions

ক) 2013
খ) 2010
গ) 2011
ঘ) 2012
Note : বাংলাদেশে ২০১১ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ প্রবর্তন করা হয়।
ক) টিপু সুলতান
খ) শাহ সুজা
গ) শায়েস্তা খান
ঘ) ইসলাম খান
Note : মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মুহাম্মদ আজম ১৬৭৮ সালে লালবাগের কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে বাংলার সুবেদার শায়েস্তা খান এর নির্মাণ কাজ চালিয়ে যান যদিও তিনি এটি সম্পূর্ণরূপে শেষ করেননি। সাধারণত শায়েস্তা খানের নামই এর সাথে বেশি জড়িত।
ক) 10
খ) 9
গ) -9
ঘ) -2
Note : যদি (x-২) প্রদত্ত বহুপদী x³ + hx + ১০ = ০ এর একটি উৎপাদক হয় তবে x=২ বসালে বহুপদীর মান শূন্য হবে। সুতরাং (২)³ + h(২) + ১০ = ০ => ৮ + ২h + ১০ = ০ => ১৮ + ২h = ০ => ২h = -১৮ => h = -৯।
ক) 91
খ) 81
গ) 101
ঘ) 85
Note : আমরা জানি x³ + y³ = (x + y)³ - 3xy(x + y)। এখানে x + y = ৭ এবং xy = ১২। সুতরাং x³ + y³ = (৭)³ - ৩(১২)(৭) = ৩৪৩ - ২৫২ = ৯১।
ক) ২০০ জন
খ) ১৫০ জন
গ) ২৫০ জন
ঘ) ৩০০ জন
Note : পরীক্ষায় ৬৮% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল। যদি আরও ১৪ জন বেশি উত্তীর্ণ হতো তাহলে পাশের হার ৭৫% হতো। পাশের হারের পার্থক্য = ৭৫% - ৬৮% = ৭%। এই ৭% পরীক্ষার্থী ১৪ জনের সমান। সুতরাং মোট পরীক্ষার্থী = (১৪/৭) × ১০০ = ২০০ জন।
ক) 240
খ) 300
গ) 360
ঘ) 480
Note : ট্রেনের দৈর্ঘ্য ১০০ মিটার এবং গতিবেগ ৪৮ কি.মি./ঘণ্টা = ৪৮ × (৫/১৮) মিটার/সেকেন্ড = ৪০/৩ মিটার/সেকেন্ড। সেতু অতিক্রম করতে মোট ৩০ সেকেন্ড সময় লাগে। সেতু অতিক্রম করার সময় ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য সমান পথ অতিক্রম করে। মোট অতিক্রান্ত দূরত্ব = গতিবেগ × সময় = (৪০/৩) × ৩০ = ৪০০ মিটার। সুতরাং সেতুর দৈর্ঘ্য = মোট অতিক্রান্ত দূরত্ব - ট্রেনের দৈর্ঘ্য = ৪০০ - ১০০ = ৩০০ মিটার।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন