মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে সংবিধানের কোন ভাগে?

ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
বিস্তারিত ব্যাখ্যা:
বাংলাদেশের সংবিধানের 'তৃতীয় ভাগে' (অনুচ্ছেদ ২৬-৪৭ক) নাগরিকদের মৌলিক অধিকারসমূহ বিশদভাবে লিপিবদ্ধ করা হয়েছে।

Related Questions

ক) আইন প্রণয়ন
খ) সরকার গঠন
গ) সংবিধান রচনা
ঘ) মন্ত্রিপরিষদ গঠন
Note : বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দ্রুত রাষ্ট্র পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধানের প্রয়োজনীয়তা দেখা দেয়। তাই সংবিধান রচনা একটি অতি গুরুত্বপূর্ণ ও দ্রুত বাস্তবায়িত সিদ্ধান্ত ছিল।
ক) মন্ত্রিপরিষদ
খ) গণপরিষদ
গ) মুজিবনগর সরকার
ঘ) সুপ্রিম কোর্ট
Note : বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য ১৯৭২ সালের ১০ এপ্রিল 'গণপরিষদ' গঠিত হয়। এই গণপরিষদই স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করেছিল।
ক) 26
খ) 27
গ) 31
ঘ) 35
Note : সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে 'আইনের দৃষ্টিতে সমতা' নিশ্চিত করা হয়েছে যেখানে বলা হয়েছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। অন্যান্য অনুচ্ছেদগুলো ভিন্ন মৌলিক অধিকার বা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে।
ক) ১১৮ নং
খ) ১২৮ নং
গ) ১০৮ নং
ঘ) ১৩১ নং
Note : বাংলাদেশের সংবিধানের ১১৮ নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা বিষয়ক বিধান রয়েছে। ১২৮ নং অনুচ্ছেদ মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক ১০৮ নং সুপ্রিম কোর্ট এবং ১৩১ নং প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়ক।
ক) গ্রামীন বাংক
খ) মানবাধিকার কমিশন
গ) দুদক
ঘ) টিআইবি
Note : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা যারা সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি রোধে কাজ করে। তারাই সংসদ বর্জন সংক্রান্ত আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে থাকে।
ক) অবৈধ অর্থ লেনদেন আইন
খ) মানি লন্ডারিং প্রিভেনশন আইন
গ) অর্থ ব্যবহার ও লেনদেন আইন
ঘ) মানি লন্ডারিং আইন
Note : বাংলাদেশে অবৈধ অর্থ ব্যবহার ও লেনদেন রোধে 'মানি লন্ডারিং প্রতিরোধ আইন' কার্যকর রয়েছে। এই আইনের ইংরেজি পরিভাষা হলো 'Money Laundering Prevention Act'। তাই বিকল্প B সবচেয়ে সঠিক।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন